২৫০০০-৩০০০০ টাকার মধ্যে দুর্দান্ত কিছু ওয়ালটন ফ্রিজ (২০২২)

২৫০০০-৩০০০০ টাকার মধ্যে দুর্দান্ত কিছু ওয়ালটন ফ্রিজ (২০২২)

ওয়ালটন ফ্রিজ (২০২২) : আমাদের দেশের এখন প্রায় প্রতিটি ব্যস্ত। যার ফলে বাড়ির অনেক কাজ এক সঙ্গে করে ফেলার একটি প্রবণতা রয়েছে। আর এই কাজ গুলোর মধ্যে বাজার হচ্ছে একটি। যারা দিনের অনেকটা সময় কাজ করে কাটায়। তাদের মধ্যে প্রতিটি মানুষই চায় ২-৩ দিনের বাজার কিংবা ১ সপ্তাহের বাজার এক সঙ্গে করে ফেলতে। বাজার গুলো মধ্যে সবজি থেকে শুরু করে মাছ মাংস থাকে। আর এগুলো সংগ্রহ করার জন্য ফ্রিজ খুবই প্রয়োজন।

ফলে, অনেকেই তাদের সাধ্যমত একটি ফ্রিজ কিনতে চায়। আজকের এই লিখাটি মূলত তাদের জন্য যারা নিজের সাধ্যনুযায়ী ফ্রিজ খুজচ্ছেঁন। আমরা এই কন্টেনটিতে মূলত ২৫০০০ – ৩০০০০ টাকার মধ্যে আছে এমন ফ্রিজ নিয়ে আলোচনা করব। তাই, যাদের বাজেট ২৫,০০০ থেকে ৩০,০০০ টাকার মধ্যে তারা এই প্রবন্ধটি দেখতে পারেন।

বর্তমান বাজারে বিভিন্ন কোম্পানি বিভিন্ন ধরণের ফ্রিজ রয়েছে। এগুলোর মধ্যে অনেকেরই চাহিদা থাকে বিদেশী কোন কোম্পানির ভাল একটি ফ্রিজ সংগ্রহ করা। কিন্তু লিমিটেড বাজেটের জন্য কাংখিত সেই ফ্রিজটি কেনা হয়ে উঠে না। যার ফলে তারা হতাশ হয়ে পড়ে। বর্তমান সময়ে হতাশ হবার কোন কারণ নেই। কেননা, বাংলাদেশের মধ্যে এমন কিছু কোম্পানি আছে যেগুলো ভালো মানের ফ্রিজ বাজারে নিয়ে এসেছে।

তাদের মধ্যে একটি হচ্ছে ওয়ালটন। হ্যা, বন্ধুরা আপনার ঠিকই দেখেছেন – “ওয়ালটন”। বর্তমান বাংলাদেশে ওয়ালটন কোম্পানির প্রায় সকল ধরণের ইলেকট্রনিক পণ্য পাওয়া যায়। যেগুলোর গুণগত মান অনেকটা বিদেশী ব্যান্ডের কোম্পানিগুলোর মতই। আর, তাদেরই একটি পণ্য হচ্ছে “ওয়ালটন ফ্রিজ”।

বর্তমান বাজারে ওয়ালটনের ছোট, বড়, মাঝারি ইত্যাদি বিভিন্ন সাইজের ফ্রিজ রয়েছে। যেগুলোর গুণ গত মান অনেক ভাল এবং দামেও অনেক সাশ্রয়ী। দামে সাশ্রয়ী হবার কারণ হচ্ছে এই কোম্পানিটি দেশের মধ্যে ফ্রিজ গুলো তৈরী করে। যার ফলে বিদেশী কোম্পানিদের মত সরকারকে অতিরিক্ত কোন ভ্যাট বা শুল্ক দিতে হয় না। এবং দেশে অনেক সাশ্রয়ী মূল্যে মজুরী সহ অন্যান্য দ্রব্যাদি পাওয়া যায় বলে তাদের তৈরী করতে বিদেশী কোম্পানিদের মত বেশি ব্যয় হয় না। যার ফলে, দেশী কোম্পানি গুলো জিনিস অনেক সাশ্রয়ী।

তাই, আজকে আমরা আমাদের দেশী ব্যান্ড ওয়ালটনের ফ্রিজ নিয়ে আলোচন করব। ওয়ালটনের ফ্রিজ কিনতে যারা আগ্রহী তাদের জন্য এই কন্টেটটি। নিচে আমরা ওয়ালটের ২৫,০০০ – ৩০,০০০ টাকার মধ্যে পাওয়া যায় এমন প্রায় ৫টি + ফ্রিজ নিয়ে আলোচনা করব।

২৪০০০ টাকার মধ্যে ওয়ালটন ফ্রিজ :

আপনার কাছে যদি ২৫,০০০ টাকার কম বাজেট থাকে। তবে ওয়ালটনের এই ফ্রিজটি দেখতে পারেন। কেননা, এটি দামে অনেক কম এবং সাইজে অনেকটা বড়। বর্তমান এর অফিসিয়াল দাম হচ্ছে ২৩৩৪০/- টাকা। তবে আপনি কেনার সময় দরাদরি করে কিছু কমে কিনতে পারবেন। এই ফ্রিজটি দেখতেও খুবই সুন্দর। ফ্রিজটির মডেল হচ্ছে WFD-1F3-GDEL-XX. এটির টাইপ হচ্ছে ডাইরেক্ট কুলিং সিস্টেম। তাছাড়াও এটির অন্যান্য বৈশিষ্ট্যগুলো হচ্ছে:

Gross Volume  :           176 Ltr.

Net Volume     :           163 Ltr.

Net Weight      :           46 ± 2 Kg

Gross Weight   :           51.5 ± 2 Kg

Rated Operating Voltage and Frequency:              220-240V~ and 50Hz

Compressor Input Power (Watt) :                              V 0201- 82 , V 0301/0302- 72

২৪০০০ টাকার মধ্যে ওয়ালটন ফ্রিজ

 

২৬০০০ টাকার মধ্যে ওয়ালটন ফ্রিজ :

আপনার বাজেট ২৬০০০ টাকা হয়ে থাকে, তবে এটি আপনার জন্য। কেননা, এটি বর্তমানে অফিসিয়াল মূল্য হচ্ছে ২৫,৯৯০/- টাকা। তবে কেনার সময় কিছুটা কাটছাট করে কিনতে পারবেন। ফ্রিজটি দেখতে খুবই সুন্দর। ফ্রিজটির মডেল হচ্ছে  WFA-2A3-GDEL-XX . এই ফ্রিজটির নিট ভলিউম হচ্ছে ১৭৬ লিটার। নিচে এই ফ্রিজটির সর্ম্পূণ বিস্তারিত:

Type    : Direct Cool

Gross Volume (Outer Dimension, Manufacturer declared) :     213 Ltr.

Net Volume :   176 Ltr.

Net Weight :    45.5 ± 2 Kg

Gross Weight : 53 ± 2 Kg

Climatic Type : (SN, N, ST, T)            N~ST

Rated Voltage/ Hz :     220 ~ 240/ 50

Compressor Input Power (Watt) :         V 1001- 119, V 1002- 119

ওয়ালটন ফ্রিজ

২৭০০০ টাকার ওয়ালটন ফ্রিজ :

আপনার বাজেট যদি ২৭০০০ টাকা হয়ে থাকে, তাহলে এটি আপনার কেনার লিস্টে রাখতে পারেন। কেননা, এটি অফিসিয়াল মূল্য হচ্ছে ২৬,৯৯০/- টাকা। এই ফ্রিজটিও দেখতে খুবই দুর্দান্ত। এটির নিট ভলিউম ২০৯ লিটার। এই ফ্রিজটির মডেল হচ্ছে   WFB-2X1-ELXX-XX . ফ্রিজটির বিস্তারিত নিচে রয়েছে:

Type :  Direct Cool

Gross Volume :            223 Ltr.

Net Volume :   209 Ltr.

Net Weight :    56 ± 2 Kg

Gross Weight : 60 ± 2 Kg

Climatic Type (SN, N, ST, T):             N~ST

Rated Voltage/ Hz :     220 ~ 240/ 50

Compressor Input Power (Watt) :         V 04.01-111 ,V 05.01-111

২৭০০০ টাকার ওয়ালটন ফ্রিজ

 

২৮,০০০ টাকায় মধ্যে ফ্রিজ :

ফ্রিজ কেনার জন্য আপনার বাজেট যদি ২৮,০০০ টাকা হয়ে থাকে এবং আপনি ২৮,০০০ টাকা দিয়ে কিনবে ভাবছেন। তবে ওয়ালটনের এই ফ্রিজ ভেবে দেখতে পারেন। কেননা, এই দেখতে খুবই সুন্দর এবং অনেক বড়। যদি ২৮০০০ টাকার মধ্যে বড় ফ্রিজ খুজেঁ থাকেন , তবে এটি আপনার জন্য সঠিক পছন্দ হতে পারে। এই ফ্রিজটির মডেল হচ্ছে  WFB-1H5-GDSH-XX . যার অফিসিয়াল মূ্ল্য হচ্ছে ২৮,১৫০ টাকা। তবে কেনার সময় একটু কমে হয়ত কিনতে পারবেন। নিচে ফ্রিজটির সম্পূর্ণ বিস্তারিত দেয়া আছে:

Type :  Direct Cool

Gross Volume :            207 Ltr.

Net Volume :   193 Ltr.

Net Weight :    51 ± 2 Kg

Gross Weight :  56 ± 2 Kg

Climatic Type (SN, N, ST, T) :            N~ST

Rated Voltage/ Hz :     220 ~ 240/ 50

Compressor Input Power (Watt) :         V 05.01-111 , V 06.01-111

২৮,০০০ টাকায় মধ্যে ফ্রিজ

২৯০০০ টাকায় ভালো মানের ফ্রিজ :

আপনি যদি ফ্রিজ কেনার জন্য ২৯,০০০ টাকা রেখে থাকেন । তবে এই ফ্রিজ আপনার জন্য । এই ফ্রিজটির মূল্যের উপরের ফ্রিজটি থেকে মাত্র ৮০০ টাকা বেশি। কিন্তু সাইজে উপরের ফ্রিজ হতে অনেক বড়। আপনার যদি বড় ফ্যামেলি হয়ে থাকে, তবে ভাল হবে আপনি উপরের ফ্রিজটি না কেনে এই ফ্রিজটি কিনুন। কেননা, এটি উপরের উল্লেখিত ২৮০০০ টাকার মূল্যের চেয়ে এটির ধারণ ক্ষমতা ১৬ লিটার বেশিা  যার অফিসিয়াল মূল্য হচ্ছে ২৮,৮০০ টাকা। ফ্রিজটির মডেল হচ্ছে  WFB-2X1-GDEL-XX . এর বিস্তারিত নিচে:

Type :  Direct Cool

Gross Volume :            223 Ltr.

Net Volume :   209 Ltr.

Net Weight :    56 ± 2 Kg

Gross Weight :             60 ± 2 Kg

Climatic Type (SN, N, ST, T) :            N~ST

Rated Voltage/ Hz :     220 ~ 240/ 50

Compressor Input Power (Watt) :        V 04.01-111 , V 05.01-111

২৯০০০ টাকায় ভালো মানের ফ্রিজ

৩১০০০ টাকা মূল্যের ওয়ালটন ফ্রিজ :

এখন যে ফ্রিজটি দেখাতে উপস্থাপন করতে যাচ্ছি। এই ফ্রিজটি দেখতে খুবই সুন্দর এবং অত্যাধুনিক। ওয়ালটনের এই ফ্রিজটিতে ইনটেলিন্টে ইনভার্টার আপডেট টেকনোলজি ব্যবহার করা হয়েছে। ফ্রিজটির অফিসিয়াল মূল্য হচ্ছে ৩০,৯৫০/- টাকা এবং এটির মডেল হচ্ছে WFE-2N5-CRXX-XX (Inverter) . ফ্রিজটির বিস্তারিত নিচে:

Type :  Direct Cool

Gross Volume :            316 Ltr.

Net Volume :   295 Ltr.

Net Weight :    57 ± 2 Kg

Gross Weight :             65 ± 2 Kg

Climate Type (SN, N, ST, T) :             N ~ ST

Rated Operating Voltage and Frequency :        220-240V~ and 50Hz

Compressor Input Power (Watt) :        V 0401- 34~126W

Compressor Type :       V 0401- 34~126W

Cooling Efect :             Freezer Cabinet Less than -18℃ , Refrigerator Cabinet 0℃ to +5℃

৩১০০০ টাকা মূল্যের ওয়ালটন ফ্রিজ

সর্বশেষে একটি কথায় বলব আমরা এখানে একটি কথায় বলব আমরা এখানে শুধু ফ্রিজগুলোর বৈশিষ্ট্য উল্লেখ করেছি। এই বৈশিষ্ট্যগুলো আমরা ওয়ালটনের অফিসিয়াল ওয়েবসাইট হতে সংগ্রহ করেছি। আপনার যদি আমাদের উপস্থাপিত ফ্রিজগুলো বাইরেও আরো ফ্রিজ দেখতে আগ্রহ থাকে, তবে ওয়ালটনের এই লিংকটি ভিজিট করে ঘুরে আসতে পারেন। ধন্যবাদ।

আর, হ্যা আমাদের উপস্থাপিত লেখাটি কেমন হল তা নিচের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ফ্রিজ সম্পর্কিত আরো অন্যান্য তথ্য জানতে নিচের কমেন্ট বক্সে লিখে দিন আপনার মন্তব্য।

আপনি কি ২০০০০ টাকার মধ্যে কেনার জন্য মোবাইল খুজচ্ছেঁন? তবে এই লিংকটি ঘুরে আসাতে পারেন:  ২০০০০ টাকায় ভালো ৫টি মোবাইল ফোন

 

 

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *