কানাডা একজন কর্মীর মাসিক কৃষি কাজের বেতন ৩ হাজার কানাডিয়ান ডলার। কানাডাতে কৃষি কাজের বেতন বাৎসরিকভাবে ৪১ হাজার ৫০০ কানাডিয়ান ডলার বেতন পাওয়া যায়। প্রতি ঘন্টায় একজন কৃষি কর্মীর কৃষি কাজের বেতন ১৭. ১৫ কানাডিয়ান ডলার। কানাডাতে একজন কর্মীর সারা দিনের কৃষি কাজের বেতন ১৭৫ ডলার।
যারা দেশের বাইরে থেকে কানাডাতে কৃষি কাজের জন্য যেতে চাই তাদের প্রসেস কিন্তু ভিন্ন রকম এবং ভিন্ন উপায়ে তাদের কাজ করার সুযোগ তৈরি হয় এক্ষেত্রে কানাডাতে যদি আপনি নিজের ইচ্ছামতো কাজ করতে চান সেই ক্ষেত্রে কিন্তু বেতন আরো ভিন্ন মাত্রই পাওয়ার সম্ভাবনা রয়েছে এক্ষেত্রে ভালো ভালো কাজগুলো দেখে দেখে আপনি করে নিতে পারবেন এবং সেই কাজগুলোতে বেতন বেশি পাওয়া যায়।
তবে আপনি যদি নিজের ইচ্ছা মত না করতে চান কোম্পানির মাধ্যমে করতে চান সেটারও সুযোগ রয়েছে মূলত দেশের বাহির থেকে যারা যায় তারা নির্দিষ্ট একটি কোম্পানির মাধ্যমেই এই কাজগুলো করে থাকে। কানাডাতে কৃষি বিভিন্ন কাজ রয়েছে ক্ষেত্রে ক্ষেত খামার, গবাদি পশু পালন, মাছ চাষ, মুরগি পালন, গরু-ছাগল পালা সহ আরো বিভিন্ন ধরনের কাজ রয়েছে।
কানাডা কৃষি কাজ | কাজের বেতন |
১ ঘন্টায় কাজের বেতন | ১৭.১৫ ডলার |
১ দিনের কাজের বেতন | ১৭৫ ডলার |
সাপ্তাহিক কাজের বেতন | ৭৫০ ডলার |
মাসিক কাজের বেতন | ৩ হাজার ডলার |
আজকে আমরা এখানে তুলে ধরেছি কানাডা কৃষি কাজের বেতন কত টাকা হয়ে থাকে এবং পার ঘণ্টা এবং পার মান্থ কত টাকা হয়ে থাকে এ বিষয়গুলো নিয়ে এখানে আমরা বিস্তারিতভাবে এ বিষয়টি তুলে ধরেছি। তবে আপনার ইচ্ছামত এবং আপনি যদি অভিজ্ঞ থাকেন তাহলে কানাডাতে নিজেও কিন্তু কৃষি কাজে নিয়োজিত হতে পারবেন।
আরো পড়ুন: ইতালি কৃষিকাজে যাওয়ার পদ্ধতি এবং আবেদন
তবে সবথেকে উচিত হবে কানাডাতে প্রথম অবস্থায় আপনাকে গিয়ে ভালো একটি কৃষিকাজ বাছাই করতে হবে যেখানে ভালো বেতন এবং সুযোগ-সুবিধা ভালো রয়েছে। মূলত কানাডাতে আপনি সব ভাবে কাজের সুযোগ করতে পারবেন এক্ষেত্রে সাপ্তাহিকভাবে অথবা মাসিকভাবে অথবা বাৎসরিকভাবে ও তাদের সাথে চুক্তিতে আপনি কাজে নিয়োজিত হতে পারবেন।
এখানে আমরা এভারেজ কৃষি কাজের বেতন নিয়ে তুলে ধরেছি আসলে সব কাজের বেতন কিন্তু সব এক রকম হয় না তবে ভিন্ন কাজের কিন্তু বেতন ভিন্ন রকম ভাবেই প্রদান করা হয়ে থাকে এবং কাজের সময়ের উপর ডিপেন্ড করে কিন্তু কাজের বেতন নির্ভর করে।
তবে আজকে আমরা কিছু স্পেসিফিক কাজ নিয়ে এখানে কথা বলব কোন কাজের কত বেতন এবং এভারেজ বেতন কত টাকা পর্যন্ত পাওয়া যায় সেগুলো জানতে পারবেন। মূলত কৃষি কাজের বেতন কিন্তু সময়ের উপর এবং কাজের উপর ডিপেন্ড করেই অনেক সময় মূল্যায়ন করা হয়।
আরো পড়ুন: গ্রিসে কৃষি ভিসায় যাওয়ার উপায় দেখুন
অন্যান্য দেশের মতো কিন্তু কানাডাতে কৃষি কাজে তেমন কোন কঠিন সময় পার করতে হয় না কৃষিকাজ অনেকটাই সহজ এবং আপনি যদি সহজ কাজগুলো বেশি সময় ধরে করতে পারেন তাহলে মাসিকভাবে বেশি বেতনে কাজ করার সুযোগ করে নিতে পারবেন তাই অবশ্যই চেষ্টা করুন ভালো কোন কাজ শিখে কানাডাতে যাওয়ার।