ঢাকায় জানাজার দাবিতে সাইদী সমর্থকদের বিক্ষোভ

ঢাকায় জানাজার দাবিতে সাইদী সমর্থকদের বিক্ষোভ
ঢাকায় জানাজার দাবিতে সাইদী সমর্থকদের বিক্ষোভ

আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী ১৪ আগস্ট রাত ৮:৪০ মিনিটে মারা গিয়েছেন। এই খবর প্রকাশ হওয়ার পর থেকেই আল্লামা সাঈদীর সমর্থক গোষ্ঠী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় চত্বরে অবস্থান করে এবং ঢাকায় জানাজার নামাজ অনুষ্ঠিত হওয়ার জন্য তারা বিক্ষোভ চালায় এক পর্যায়ে পুলিশ ছাত্র ভঙ্গ করার চেষ্টা করে।

ঢাকায় জানাজার নামাজ অনুষ্ঠিত হওয়ার জন্য বিক্ষোভ চলাকালীন সময়ে আল্লামা সাঈদীর মৃতদেহ নিয়ে অ্যাম্বুলেন্স করে বের হওয়ার চেষ্টা করে এই সময় সমর্থকগোষ্ঠীরা অ্যাম্বুলেন্স ঘিরে ধরে এবং ঢাকায় জানাজার নামাজ আদায় করার জন্য তারা বিক্ষোভ চালিয়ে যাই। একপর্যায়ে দেলোয়ার হোসেন সাঈদীর ছেলে গাড়ির সামনে দাঁড়িয়ে ঘোষণা দেয় সবাইকে চলে যেতে।

তার ছেলে ঘোষণা দেওয়ার পরেও গাড়ি ছাড়া হয়নি এমনকি এম্বুলেন্সের তিনটি চাকাও নষ্ট করে দেওয়া হয়। এবং তারা বিভিন্ন স্লোগান দিয়ে গাড়ি আটকে রেখে ঢাকাই বাইতুল মোকাররম মসজিদে জানাজার নামাজের জন্য তারা আবেদন করে তারপরেও এখন পর্যন্ত গাড়ি ছাড়া হয়নি। কিন্তু বাংলাদেশ পুলিশ ফিরোজপুরে আল্লামা সাঈদী ফাউন্ডেশন মাঠে জানাজার নামাজের অনুমতি প্রদান করে।

আরো জানুন: দেলোয়ার হোসেন সাঈদীর জানাজার নামাজের সময় এবং স্থান

কিন্তু আল্লামা সাঈদীর সমর্থক গোষ্ঠীগণ তারা ঢাকায় জানাজার নামাজের দাবি আদায় না হওয়া পর্যন্ত তার গাড়ি ছাড়বে না বলে জানানো হয়। এই সময়ে পুলিশ ছাত্রবৃন্দ করার জন্য জনগণের উপর অত্যাচার শুরু করে। পরবর্তীতে এখন পর্যন্ত এ বিষয়ে সঠিক সিদ্ধান্ত আসেনি তবে এর মধ্যেই আল্লামা সাঈদীর জানাজার নামাজের সময় ঘোষণা করা হয়েছে।

পিরোজপুরে আল্লামা সাঈদী ফাউন্ডেশন এর মাঠে দুপুর ২ টা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাজার নামাজ শেষ হওয়ার পরেই আল্লামা সাঈদীর বড় ছেলের কবরের পাশেই তার মৃতদেহ দাফন করা হবে। আল্লামা সাঈদী ফাউন্ডেশন মসজিদের পাশের কবরস্থানে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর সমর্থক গোষ্ঠীর এখন পর্যন্ত ঢাকার বিভিন্ন এলাকায় বিক্ষোভ করছে।

এই বিক্ষোভ মোকাবেলার জন্য পুলিশ মাঠে কর্মরত আছে যাতে কোন বিশৃঙ্খলা না হয় এজন্য তারা তৎপর ভাবে সজাগ রয়েছে। পরবর্তীতে এটা নিয়ে আরো ঝামেলা যাতে না জড়ায় এই বিষয় নিয়ে আরো সজাগ থাকার জন্য বিভিন্ন মিডিয়াকে জানানো হচ্ছে।

আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী 14 আগস্ট ২০২৩ রাত ৮: ৪০ মিনিটে হার্ট অ্যাটাক করে মারা গিয়েছেন। বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। এই সময় তার বয়স ছিল 83 বছর। দীর্ঘদিন যাবত তিনি কারাবন্দি ছিলেন। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী ১৯৭১ সালের যুদ্ধাপরাধী হিসেবে তিনি কারাবন্দী ছিলেন।

তাছাড়া বিভিন্ন মামলায় জড়িত থাকার কারণে তাকে আজীবন কারাদণ্ড প্রদান করা হয়। বর্তমানে তিনি কাশিমপুর কারাগারে বন্দি ছিলেন চিকিৎসা করার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি ইন্তেকাল করার পর থেকেই আল্লামা সাঈদীর সমর্থক গোষ্ঠীগণ সেখানে উপস্থিত হন এবং ঢাকায় জানাজার দাবিতে তারা বিক্ষোভ করতে থাকে এক সময় পুলিশের সাথে ধাওয়া এবং পাল্টা ধাওয়ায় চালিয়ে যাই।

এরপরেও ঢাকায় তারা জানাজার জন্য অনুমতি পায়নি। ঢাকায় জানাজার নামাজ অনুভূতি না পাওয়ার কারণেই পিরোজপুরে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এক্ষেত্রে 15 আগস্ট দুপুর ২ টা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *