পিরোজপুর সাঈদী ফাউন্ডেশন মাঠে ১৫ আগস্ট ২০২৩ মঙ্গলবার দুপুর ২:০০ টাই আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জামাতে ইসলামী নেতা নায়েবে আমির ও সাবেক এমপি দেলোয়ার হোসেন সাঈদীর ১৫ আগস্ট ২০২৩ বাদ যোহর বাংলাদেশের জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জানাজার নামাজ হওয়ার কথা থাকলেও সেখানে অনুমতি দেয়নি বাংলাদেশ পুলিশ।
১৪ আগস্ট ২০২৩ রাত ৮:৪০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কারা হেফাজতে চিকিৎসাধীন অবস্থায় দেলোয়ার হোসেন সাঈদী মৃত্যুবরণ করেন। পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী পিরোজপুরে আল্লামা সাঈদী ফাউন্ডেশন মাঠে জানাযা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ফাউন্ডেশনের মসজিদের পাশেই সাঈদীর বড় ছেলে মরহুম মাওলানা রফিক সাঈদীর কবরের পাশেই তাকে দাফন নিশ্চিত করা হবে বলেই জানানো হয়েছে।
সোমবার রাত তিনটার দিক থেকেই আল্লামা সাঈদীর লাশবাহী গাড়িকে ঘিরে হাসপাতালের ডি ব্লক কেন্দ্র হতে রওনা করে। পরবর্তীতে জামাত শিবিরের নেতাকর্মীসহ অসংখ্য সমর্থকরা লাশবাহী গাড়িকে ঘিরে ধরে। ভোর পাঁচটা পর্যন্ত গাড়িটিকে আটকে রেখেছে অসংখ্য নেতাকর্মীরা। এক পর্যায়ে পরবর্তীতে মরদেহ বহনকারী গাড়িটিকে টায়ার নষ্ট করে দেওয়া হয়।
দেলোয়ার হোসেন সাঈদী | সাবেক এমপি |
মৃত্যুবরণ করেন | ১৪ই আগস্ট ২০২৩ |
মৃত্যুবরণের সময় | ৮:৪০ মিনিটে |
জানাজার স্থান | পিরোজপুর সাঈদী ফাউন্ডেশন |
জানাজার সময় | ১৫ আগস্ট দুপুর ২ টা |
সাঈদীর কবর স্থান | সাঈদী ফাউন্ডেশন মসজিদের পাশে |
এমন সময় দেলোয়ার হোসেন সাঈদীর ছেলে মাসুদ সাঈদী গাড়ির সামনে দাঁড়িয়ে সবাইকে যাওয়ার জন্য অনুরোধ করলেও লোকজন কোনমতেই শুনছে না। অসংখ্য নেতা কর্মীরা ঢাকায় জানাজা হবে বলে তারা স্লোগান দিতে থাকে। এই ঘটনাকে কেন্দ্র করে বিপুলসংখ্যক পুলিশ সেখানে মোতায়ন করা হয়েছে এ বিষয়ে এখনও পুলিশের কোন সঠিক কোন বক্তব্য পাওয়া যাচ্ছে না।
একাত্তরের মুক্তিযোদ্ধা মানবতা বিরোধী অপরাধের দায়ে আজীবন কারাদণ্ডপ্রাপ্ত দেলোয়ার হোসেন সাঈদী দীর্ঘদিন যাবৎ গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে অবস্থান করছিলেন। 2010 সালের 29 শে জুন ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে তিনি গ্রেফতার হয়েছেন। মানবতা বিরোধী অপরাধের মামলায় তাকে আবারো গ্রেফতার দেখানো হয়েছিল। ২০১৮ সালের ১৭ই ফেব্রুয়ারি তাকে আজীবন কারাদণ্ড দেওয়া হয়।
বর্তমান অবস্থা অনুযায়ী এখন পর্যন্ত জানাজার দাবিতে দেলোয়ার হোসেন সাঈদীর লাশবাহী গাড়িকে কেন্দ্র করে সমর্থকেরা বিক্ষোভ করছেন। বিক্ষোভের স্লোগান হিসেবে তারা ঢাকায় আল্লামা সাঈদীর জানাজার নামাজ অনুষ্ঠিত করার জন্য যথেষ্ট চেষ্টা করছে। কিন্তু বর্তমানে পুলিশ সেখানে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করছে। তবে পিরোজপুরে জানাজার নামাজ হওয়ার জন্য আল্লামা সাঈদীর লাশ নিয়ে যাওয়ার চেষ্টা করছে।
এক চেটিয়া খবর।
তাও আবার এই সময়?!!!!