বিদেশ যেতে মেডিকেল টেস্ট কোথায় করা হয় দেখুন

বিদেশ যেতে মেডিকেল টেস্ট কোথায় করা হয়
বিদেশ যেতে মেডিকেল টেস্ট কোথায় করা হয়

বিদেশ যেতে মেডিকেল টেস্ট করা বাধ্যতামূলক। বিগত কয়েক বছর যাবত বিদেশে যাওয়ার জন্য মেডিকেল টেস্ট করানো লাগে তাছাড়া বিদেশে যাওয়ার জন্য approval পাওয়া সম্ভব নয়। বর্তমানে প্রত্যেকটি দেশে যাওয়ার আগেই মেডিকেল টেস্ট করানো লাগে এবং মেডিকেল টেস্ট এর রিপোর্ট ভিসার কাগজ পত্রের সাথে সেটি এটাস্ট করে আবেদন করা লাগে। তা না হলে কিন্তু ভিসা পাওয়া সম্ভব হয় না।

বর্তমানে কর্মজীবী হিসেবে বিদেশে যাওয়ার জন্য মেডিকেল টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে। বিদেশ যাওয়ার জন্য চাকরির চুক্তিপত্র হাতে পাওয়ার পরেই মেডিকেল টেস্ট করাতে হয়। ভিসা পাওয়ার পর দূতাবাস থেকে নির্ধারিত মেডিকেল সেন্টারের মাধ্যমেই মেডিকেল টেস্ট করতে হয়। তাই আপনি যে দেশে যাবেন সেই দেশের দূতাবাস অনুযায়ী যেই মেডিকেল নির্বাচিত আছে সেই মেডিকেলের মাধ্যমে মেডিকেল টেস্ট করাতে হবে।

মেডিকেল টেস্ট কোথায় করানো হয়

বিদেশ যাওয়ার মেডিকেল টেস্টঠিকানা
আল-ঘোফিলি মেডিক্যাল সেন্টার লিমিটেডআরামবাগ, মতিঝিল, ঢাকা-১২১৯
আল হুমাইরা হেলথ সেন্টার লিমিটেডবারিধারা, ঢাকা, বাংলাদেশ
আল মাহা ডায়াগনস্টিক সেন্টার ও মেডিক্যাল সার্ভিসনয়াপল্টন ঢাকা-১০০০, বাংলাদেশ
আল-হামদ মেডিকেল সেন্টার লি.ফকিরাপুল, ঢাকা-১০০০, বাংলাদেশ
এশিয়া ডায়াগনস্টিক অ্যান্ড মেডিক্যাল সেন্টার লিমিটেডমতিঝিল, ঢাকা-১২১৯, বাংলাদেশ
ক্যাথারসিস মেডিক্যাল সেন্টার লিমিটেড টঙ্গী, গাজীপুর, বাংলাদেশ
কিউর অ্যান্ড স্মাইল বাংলাদেশ ফাউন্ডেশনতেজগাঁও, ঢাকা – ১২১৫
ফেয়ারওয়েজ মেডিক্যাল সেন্টার গুলশান ১, ঢাকা-১২১২, বাংলাদেশ
গ্লোবাল মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড বনানী পিএস; ঢাকা-১২১৩, বাংলাদেশ
 গ্রীন ক্রিসেন্ট হেলথ সার্ভিস বারিধারা, ঢাকা-১২১২, বাংলাদেশ
 আল্ট্রা কেয়ার হেলথ সেন্টারকাকরাইল, ঢাকা, বাংলাদেশ
এসকেএন হেলথ সার্ভিসেসকাকরাইল ২য় তলা, ঢাকা
 সিলমুন ডায়াগনস্টিক সেন্টারবিজয়নগর, ঢাকা, বাংলাদেশ
শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে স্পেশালাইজড হাসপাতাল কাশিমপুর, গাজীপুর, বাংলাদেশ
রাজধানী ডিজিটাল মেডিক্যাল সার্ভিস লিমিটেডঢাকা-১০০০, বাংলাদেশ
পুষ্প ক্লিনিক ময়মনসিংহ হাইওয়ে, ঢাকা
পারফেক্ট মেডিকেয়ার লিমিটেডবিজয় নগর, ঢাকা, বাংলাদেশ
 মীম মেডিকেল সেন্টারভাটারা, ঢাকা-১২২৭
 মেডিসন মেডিক্যাল সার্ভিসেস লিমিটেডবাড়ি ১১, রোড ১৭, বনানী, ঢাকা
মেডিনেট মেডিক্যাল সার্ভিসেস প্রাইভেট লিমিটেডমতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ
 লাইফ ডায়াগনস্টিক সেন্টার লিমিটেডভিআইপি রোড, ঢাকা-১০০০,  বাংলাদেশ।
 ল্যাব সাইন্স ডায়াগনস্টিক গ্রীন রোড, ধানমন্ডি, ঢাকা-১২০৫
হিউম্যান ডায়াগনস্টিক অ্যান্ড মেডিক্যাল সেন্টার ১০২/১/এ, নিউ প্যাল্টন, ঢাকা
 গুলশান মেডিকেয়ারগুলশান ১, ঢাকা ১২১২, বাংলাদেশ
ইউনিকেয়ার মেডিক্যাল সার্ভিসেস মগবাজার, ঢাকা, বাংলাদেশ
জাইন মেডিক্যাল লিমিটেডপান্থপথ, সবুজ রোড, ঢাকা
ভিক্টোরিয়া হেলথকেয়ার লিমিটেডবাবর রোড, মহম্মদপুর, ঢাকা-১২০৭
অরবিটাল মেডিক্যাল সেন্টারপ্রগতি সরণি রোড, ঢাকা, বাংলাদেশ
ফোমাস স্পেশালাইজেস হাসপাতালবনশ্রী, ঢাকা, বাংলাদেশ
রেইনবো হার্টস মেডিক্যাল সেন্টারবনানী, ঢাকা-১২১৩, বাংলাদেশ
 এপেক্স ডায়াগনস্টিক সার্ভিস আগ্রাবাদ, চট্টগ্রাম, বাংলাদেশ
গ্রীন ক্রিসেন্ট মেডিক্যাল ডায়াগনস্টিকখুলশী পাহাড়, চট্টগ্রাম, বাংলাদেশ
এ. রহমান মেডিক্যাল সেন্টার এভারেস্ট সেন্টার শাহজালাল উপশাহর প্রধান রোড, সিলেট, বাংলাদেশ
 গ্রীন ক্রিসেন্ট মেডিল্যাবসোনাপাড়া, সিলেট, বাংলাদেশ
আরো পড়ুনঃ  রোমানিয়া থেকে ইতালি কিভাবে যাওয়া যায় ( খরচ সহ )

বিদেশ যাওয়ার জন্য মেডিকেলে কি টেস্ট করা হয়

টেস্টের নাম
এইচ আই ভি
চর্মরোগ
জন্ডিস
হার্ট সমস্যা
শ্বাসকষ্ট
গর্ভবতী
রক্ষা
ম্যালেরিয়া
লেপ্রসি
আরো পড়ুনঃ  বোয়েসেল মালয়েশিয়া নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

এই রোগ গুলো যদি কোন কর্মীর থাকে তাহলে বিদেশ যাওয়ার জন্য তাকে আনফিট ধরা হয়। তাই আপনার এজেন্সি অথবা দূতাবাসের মাধ্যমে যেখানে মেডিকেল টেস্ট করাতে বলা হয়েছে সেখানে যদি এই রোগ গুলো ধরে তাহলে কিন্তু আনফিট দেখাবে এবং পরবর্তীতে এই রোগ সারিয়ে আবার পুনরায় আবেদন করতে হবে।

বিদেশে যাওয়ার জন্য এই রোগগুলোতেই মূলত আনফিট দেখানো হয়ে থাকে তাই এই সমস্ত রোগগুলো যদি থেকে থাকে তাহলে থেকেই ট্রিটমেন্ট নিয়ে সারিয়ে তুলতে হবে তা না হলে কিন্তু ভিসা বাতিল হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকে। এক্ষেত্রে আপনার পরিচিত কোন এজেন্সি যদি থাকে তাহলে তাদের সাথে আগে থেকেই এই বিষয়গুলো নিয়ে যোগাযোগ করবেন।

বিদেশ যাওয়ার মেডিকেল টেস্ট সিলেট

এ. রহমান মেডিক্যাল সেন্টার এভারেস্ট সেন্টারশাহজালাল উপশাহর প্রধান রোড, সিলেট, বাংলাদেশ
গ্রীন ক্রিসেন্ট মেডিল্যাবসোনাপাড়া, সিলেট, বাংলাদেশ
সকাল ৯ টারাত ১০ঃ০০ টা
সপ্তাহেসাত দিন
আরো পড়ুনঃ  অস্ট্রেলিয়া স্টুডেন্ট ভিসা ২০২৩-অস্ট্রেলিয়া স্টুডেন্ট ভিসার খরচ

বিদেশ যাওয়ার জন্য মেডিকেল টেস্ট করতে হয় কেন

বর্তমানে প্রতিটি দেশেই যাওয়ার আগে মেডিকেল টেস্ট রিপোর্ট বাধ্যতামূলক এক্ষেত্রে যদি আপনি তিন মাস আগেও করে থাকেন তাহলেও কিন্তু পুনরায় আবার মেডিকেল টেস্ট করানো লাগে। কারণ প্রত্যেকটি দেশে কিন্তু এ বিষয়ে বর্তমানে অনেকটাই সতর্কতা অবলম্বন করছে। করোনা মহামারীর পর থেকে কয়েকটি বিষয়ে খুবই বাধ্যতামূলক দেখা হচ্ছে। করোনা ভ্যাকসিন নিশ্চিত করা হয়েছে কিনা তাছাড়া অন্যান্য রোগ বালা আছে কিনা এই বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখা হয়ে থাকে।

আপনি যে দেশে যাচ্ছেন সেই দেশের দূতাবাস থেকে কোন মেডিকেল নির্বাচিত করা আছে সে বিষয়ে আপনাকে জেনে নিতে হবে অথবা আপনি যে এজেন্সির মাধ্যমে যাচ্ছেন সেই এজেন্সি কোন মেডিকেলের মাধ্যমে আপনাকে মেডিকেল টেস্ট করাচ্ছে সেই বিষয়ে জেনে রাখবেন কেননা আপনি নিজেই এজেন্সির মাধ্যমে যাবেন সেই এজেন্সির মাধ্যমেই নির্বাচিত মেডিকেলের মাধ্যমে আপনাকে মেডিকেল টেস্ট করাবে।

বিদেশ যাওয়ার মেডিকেল টেস্টবিস্তারিত
দূতাবাসের নোটিশ অনুযায়ীমেডিকেল টেস্ট
কতদিনের মধ্যেভিসা হাতে পাওয়ার পর
মেডিকেল টেস্ট করতে কত টাকা লাগে৮০,০০ টাকা
রিপোর্ট পেতে কতদিন সময় লাগেসাত দিন
কি কি টেস্ট করা লাগেনিচের নোটিশ দেখুন

অনেক সময় দেখা যায় যে মেডিকেল টেস্ট করার ক্ষেত্রে আপনার এজেন্সি যে সমস্ত মেডিকেলের মাধ্যমে মেডিকেল টেস্ট করাচ্ছে সেগুলোতে কিন্তু আপনার রিপোর্ট ঠিকঠাক থাকার পরেও তারা আনফিট কারণ দেখাতে পারে এজন্য তাদের সাথে পার্সোনালি কথা বলে দেখুন তারা আসলে কি চাচ্ছে কোন কোন সময় তারা টাকার বিনিময়েও ফিট করে দেয়। সে ক্ষেত্রে তাদের সাথে আগে থেকে কথা বলে নিতে হবে।

আরো পড়ুনঃ  সৌদি আরবের গার্মেন্টস ভিসা আবেদন, খরচ, বেতন

কেননা আপনি যদি দেখেন সবকিছু ঠিকঠাক থাকার পরেও এবং আপনার স্বাস্থ্যে কোন ধরনের রোগ নেই তারপরও যদি আনফ্রেন্ড দেখাই তাহলে কিন্তু আপনার এজেন্সির সাথে অথবা আপনার মেডিকেল টিমের সাথে কথা বলতে হবে এক্ষেত্রে তারা কি চাচ্ছেন সেই বিষয়গুলো ভালো মতো জেনে নিবেন তা না হলে কিন্তু তারা ভিসা পাওয়ার জন্য অনেক ধরনের বাহানা দেখাবে তাই অবশ্যই তাদের সাথে কথা বলে নিয়ে দেন তারপরেই বিদেশে যাওয়ার ব্যবস্থা করে নিবেন।

মেডিকেল টেস্ট কিভাবে করা হয়

ভিসা পাসপোর্ট হয়ে যাওয়ার পরে দূতাবাস থেকে নির্বাচিত মেডিকেল এর মাধ্যমে মেডিকেল টেস্ট করাতে হয় এ ক্ষেত্রে শরীরে যদি কোন রোগ থাকে তাহলে কিন্তু আনফিট হয় এক্ষেত্রে এক্স-রে এবং অন্যান্য রোগ পরীক্ষা করে দেখা হয়ে থাকে।

মেডিকেল কিভাবে করা হয়

একটি ব্লাড পরীক্ষার সহ শরীরের যেকোনো রোগ আছে কিনা এবং এক্সরে করে শরীরের বিভিন্ন অংশের পরীক্ষা-নিরীক্ষা করার মাধ্যমে মেডিকেল করা হয়ে থাকে। উল্লেখযোগ্য কিছু রোগ থাকলেই আনফিট হয়ে যায়।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *