হিজরী ১৪৪৪, ২০২৩ খ্রিস্টাব্দ
রহমতের ১০ দিন
হিজরি | খ্রিষ্টাব্দ | বার | সাহরি | ইফতার |
০১ | ২৪ মার্চ | শুক্রবার | ৪-৩৯ মি. | ৬-১৪ মি. |
০২ | ২৫ মার্চ | শনিবার | ৪-৩৮ মি. | ৬-১৫ মি. |
০৩ | ২৬ মার্চ | রবিবার | ৪-৩৬ মি. | ৬-১৫ মি. |
০৪ | ২৭ মার্চ | সোমবার | ৪-৩৫ মি. | ৬-১৬ মি. |
০৫ | ২৮ মার্চ | মঙ্গলবার | ৪-৩৪ মি. | ৬-১৬ মি. |
০৬ | ২৯ মার্চ | বুধবার | ৪-৩৩ মি. | ৬-১৭ মি. |
০৭ | ৩০ মার্চ | বৃহস্পতিবার | ৪-৩১ মি. | ৬-১৭ মি. |
০৮ | ৩১ মার্চ | শুক্রবার | ৪-৩০ মি. | ৬-১৮ মি. |
০৯ | ১ এপ্রিল | শনিবার | ৪-২৯ মি. | ৬-১৮ মি. |
১০ | ২ এপ্রিল | রবিবার | ৪-২৮ মি. | ৬-১৯ মি. |
মাগফিরাতের ১০ দিন
হিজরি | খ্রিষ্টাব্দ | বার | সাহরি | ইফতার |
১১ | ৩ এপ্রিল | সোমবার | ৪-২৭ মি. | ৬-১৯ মি. |
১২ | ৪ এপ্রিল | মঙ্গলবার | ৪-২৬ মি. | ৬-১৯ মি. |
১৩ | ৫ এপ্রিল | বুধবার | ৪-২৪মি. | ৬-২০ মি. |
১৪ | ৬ এপ্রিল | বৃহস্পতিবার | ৪-২৪ মি. | ৬-২০ মি. |
১৫ | ৭ এপ্রিল | শুক্রবার | ৪-২৩ মি. | ৬-২১ মি. |
১৬ | ৮ এপ্রিল | শনিবার | ৪-২২ মি. | ৬-২১ মি. |
১৭ | ৯ এপ্রিল | রবিবার | ৪-২১ মি. | ৬-২১ মি. |
১৮ | ১০ এপ্রিল | সোমবার | ৪-২০ মি. | ৬-২২ মি. |
১৯ | ১১ এপ্রিল | মঙ্গলবার | ৪-১৯ মি. | ৬-২২ মি. |
১০ | ১২ এপ্রিল | বুধবার | ৪-১৮ মি. | ৬-২৩ মি. |
নাজাতের ১০ দিন
হিজরি | খ্রিষ্টাব্দ | বার | সাহরি | ইফতার |
২১ | ১৩ এপ্রিল | বৃহস্পতিবার | ৪-১৭ মি. | ৬-২৩ মি. |
২২ | ১৪ এপ্রিল | শুক্রবার | ৪-১৫ মি. | ৬-২৩ মি. |
২৩ | ১৫ এপ্রিল | শনিবার | ৪-১৪ মি. | ৬-২৪ মি. |
২৪ | ১৬ এপ্রিল | রবিবার | ৪-১৩ মি. | ৬-২৪ মি. |
২৫ | ২৫ এপ্রিল | সোমবার | ৪-১২ মি. | ৬-২৪ মি. |
২৬ | ১৭ এপ্রিল | মঙ্গলবার | ৪-১১ মি. | ৬-২৫ মি. |
২৭ | ১৮ এপ্রিল | বুধবার | ৪-১০ মি. | ৬-২৫ মি. |
২৮ | ১৯ এপ্রিল | বৃহস্পতিবার | ৪-০৯ মি. | ৬-২৬ মি. |
২৯ | ২০ এপ্রিল | শুক্রবার | ৪-০৮ মি. | ৬-২৬ মি. |
৩০ | ২১ এপ্রিল | শনিবার | ৪-০৭ মি. | ৬-২৭ মি. |
বিভিন্ন অঞ্চলের দূরত্ব অনুযায়ী ঢাকার সময়ের সঙ্গে ১১ মিনিট পর্যন্ত যোগ করতে হবে এবং ১০ মিনিট পর্যন্ত বিয়োগ করে দেশের অন্যান্য অঞ্চলের মানুষ সেহরি এবং ইফতারি করবেন এ বিষয়টি জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ
শাওয়ালের শেষে চাঁদ দেখা সাপেক্ষে এবারের ২০২৩ সালের পবিত্র রমজান মাস শুরু হবে আগামী ২৩ বা ২৪শে মার্চ এই সময় অনুযায়ী এবারে সেহরি এবং ইফতারের সময়সূচি ইসলামিক ফাউন্ডেশন চূড়ান্ত সূচি প্রকাশ করেছে।
২০২৩ সালের ২৪ মার্চের প্রথম রমজানের ঢাকায় সেহরির শেষ সময় ৪টা চারটা ৩৯ মিনিটে। এবং ইফতারির সময় ৬ টা ১৪ মিনিটে। প্রথম রমজান চাঁদ দেখার উপর নির্ভরশীল। সেহেরির শেষ সময় সতর্কমূলকভাবে শুভেচ্ছা দিকের তিন মিনিট পূর্বেই ধরা হয়ে থাকে। ফজরের ওয়াক্তের শুরুতে শুভেচ্ছা দিকের জন্য তিন মিনিট রাখা হয়।
২০২৩ সালের প্রথম রোজার জন্য সেহরি খেতে হবে শুক্রবার রাত ৪ টা ৪৯ মিনিটের মধ্যে এবং ইফতারের সময় সন্ধ্যে ৬-১৪ মিনিটে
সেহরি ও ইফতারের সময় ২০২৩
দেশের বিভাগ ও জেলার সেহরি ইফতারের সময়সূচি ইসলামিক ফাউন্ডেশনের নির্দেশনা অনুযায়ী বিভাগীয় এবং জেলা কার্যালয় থেকেই প্রকাশ করা হয়। তবে দূরত্ব অনুযায়ী ঢাকার সময়ের সঙ্গে সর্বোচ্চ 21 মিনিট পর্যন্ত যোগ করে ১০ মিনিট পর্যন্ত বিয়োগ করে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ সেহরি এবং ইফতারি করবে বলে জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ।
সেহরি এবং ইফতারের সময় পিডিএফ ডাউনলোড করার জন্য ক্লিক করুন
রোজার আরবিতে নিয়ত
উচ্চারণ: نَوَيْتُ اَنْ اُصُوْمَ غَدًا مِّنْ شَهْرِ رَمْضَانَ الْمُبَارَكِ فَرْضَا لَكَ يَا اللهُ فَتَقَبَّل مِنِّى اِنَّكَ اَنْتَ السَّمِيْعُ الْعَلِيْم
বাংলায় উচ্চারণ: নাওয়াইতু আন আছুমা গাদাম, মিন শাহরি রমাদানাল মুবারাক; ফারদাল্লাকা ইয়া আল্লাহু, ফাতাকাব্বাল মিন্নি ইন্নিকা আনতাস সামিউল আলিম।
অর্থ: হে আল্লাহ! আমি আগামীকাল পবিত্র রমজানের তোমার পক্ষ থেকে নির্ধারিত ফরজ রোজা রাখার ইচ্ছা পোষণ করলাম। অতএব তুমি আমার পক্ষ থেকে (আমার সিয়াম তথা পানাহার থেকে বিরত থাকাকে) কবুল কর, নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞানী।
ইফতার করার দোয়া
উচ্চারণ: بسم الله اَللَّهُمَّ لَكَ صُمْتُ وَ عَلَى رِزْقِكَ اَفْطَرْتُ
বাংলায় উচ্চারণ: আল্লাহুম্মা লাকা ছুমতু ওয়া আলা রিযক্বিকা ওয়া আফতারতু বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।
অর্থ: হে আল্লাহ! আমি তোমারই সন্তুষ্টির জন্য রোজা রেখেছি এবং তোমারই দেয়া রিজিজের মাধ্যমে ইফতার করছি। (মুআজ ইবনে জাহরা থেকে বর্ণিত, আবু দাউদ, হাদিস : ২৩৫৮)
রোজার আরবিতে নিয়ত?
বাংলায় উচ্চারণ: নাওয়াইতু আন আছুমা গাদাম, মিন শাহরি রমাদানাল মুবারাক; ফারদাল্লাকা ইয়া আল্লাহু, ফাতাকাব্বাল মিন্নি ইন্নিকা আনতাস সামিউল আলিম।
ইফতার করার দোয়া?
বাংলায় উচ্চারণ: আল্লাহুম্মা লাকা ছুমতু ওয়া আলা রিযক্বিকা ওয়া আফতারতু বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।