৮০০০ টাকার মধ্য়ে ভালো মোবাইল ফোন ২০২২ : আপনি কি ভাল মোবাইল খুজচ্ছেন, অথচ আপনার বাজেট দুর্বল? তাহলে এই কন্টেনটি আপনার জন্যই। এই কন্টেনটিতে আপনি পেয়ে যাবেন ৮০০০ টাকার আশেপাশে দুর্দান্ত কিছু মোবাইল ফোন। ২০২২ সালের শেষের দিকে যেগুলো বাজারে প্রবেশ করেছে, সেগুলোর মধ্যে থেকে আমরা সেরা ৪টি মোবাইল ফোন এখানে উপস্থাপ করেছি।
১. Walton Primo GH10
যাদের বাজেট ৮,০০০ টাকার ভিতরে তাদের জন্য এটি হতে দুর্দান্ত একটি মোবাইল। মোবাইলটি বাজার প্রবেশ করেছে সেম্পেম্বর মাসে। যার বাজারমূল্য ৭,৬০০ টাকা। আসুন দেখে নেয়া যাক মোবাইলটিতে কি কি ফিচার রয়েছে।
৭৬০০ টাকার ওয়ালটনের এই মোবাইলটিতে পাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ। যেগুলো 8+0.3+0.3 Megapixel. এছাড়া সামনের ক্যামেরাতে পাবেন ৫ মেগাপিক্সেল বিশিষ্ট্য একটি সেলফি ক্যামেরা।
Walton Primo GH10 এই মোবাইলটি লম্বা সময় ব্যবহার করার জন্য পাবেন Lithium-polymer 4000 mAh (non-removable)। এই ব্যাটারি মাধ্যমে মোবাইলটি বেশি সময় ব্যবহার করতে পারবেন।
ওয়ালটনের এই মোবাইলটিতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে Android 11. র্যাম আছে ২ জিবি এবং মেমরি থাকছে ৩২ জিবি। এছাড়াও প্রসেসর হিসেবে থাকছে Octa-core, 1.6 GHz (Cortex-A55). সর্বোপরি, বাজেটের দিকে বিবেচনা করলে মোবাইল একদম পারফেক্ট।
২. Infinix Smart 5 Pro (৮০০০ টাকার ভালো ফোন)
যাদের মোবাইল কেনার বাজেট বরাবর ৯০০০ টাকা। তাদের জন্য এটি হতে পারে পারফেক্ট। কারণ, মোবাইলটির মূল্য ৮,৯৯০ টাকা এবং যেটি কিনা বাজারে এসেছে জুন মাসে। মোবাইলটি বাজারে মোট ৩ টি কালারে পাওয়া যাবে।
মোবাইলটি ৪জি সার্পোটেড এবং অন্যান্য সকল সাধারণ বৈশিষ্ট্য বিদ্যমান। মোবাইলটির সাইজ হচ্ছে ৬.৫২ ইঞ্চি। এটিতে রেজুলেশন হচ্ছে HD+ এবং টেকনোলজি হিসেবে থাকছে IPS LCD Touchscreen.
এই মোবাইলটির র্যাম হচ্ছে ২ জিবি এবং রম হচ্ছে ৩২ জিবি। এছাড়াও ক্যামেরা হিসেবে থাকছে Dual 13 MP + QVGA এবং সামনে থাকছে 8 Megapixel.
Infinix Smart 5 Pro তে রয়েছে একটি শক্তিশালী ব্যাটারি। যার পাওয়ার হচ্ছে Lithium-polymer 6000 mAh (non-removable). যার ফলে অনেক লম্বা সময় ধরে মোবাইল ব্যবহার করা যাবে। তাই, যারা অল্প বাজেটের মধ্যে দীর্ঘ সময় মোবাইল ব্যবহারে জন্য খুজচ্ছেঁন তাদের জন্য এটি হতে পারে দুর্দান্ত।
৩. Symphony Z33
৯,০০০ টাকার মধ্যে আরেকটি দুর্দান্ত মোবাইল হচ্ছে Symphony Z33. এই মোবাইলটি দেখতে খুবই সুন্দর এবং যাদের এই বাজেটের মধ্যে ৩ জিবি র্যাম সমৃদ্ধ মোবাইল খুজচ্ছেন তাদের জন্য হতে পারে এটি বেস্ট।
মোবাইলটি বাজারে এসেছে সেপ্টেম্বর মাসে, যার বাজারমূল্য হচ্ছে 8,790 টাকা। অল্পমূল্যের মধ্যে এটি থেকে আপনি অনেক ফিচার পাবেন। বিশেষত এই মোবাইলটি র্যাম হচ্ছে ৩ জিবি এবং রম অন্যান্য মোবাইলের মত ৩২ জিবি।
এটির ওজন হচ্ছে ১৯০ গ্রাম। ওজনের দিকে থেকে মোবাইলটি অন্য মোবাইলের তুলনায় ভারী হবে। মোবাইলটির সাজই হচ্ছে ৬.৫২ ইঞ্চি। Symphony এই মোবাইলটি hd+ সমৃদ্ধ এবং টেকনোলজি হিসেবে ব্যবহার হয়েছে IPS Touchscreen.
এছাড়াও Symphony Z33 মোবাইলে ব্যটারি হিসেবে থাকছে Lithium-polymer 5000 mAh. যার ফলে অন্যান্য মোবাইলের মত এটিও অনেক সময় ব্যবহার করা যাবে।
৪. Infinix Smart 5 (৮০০০ টাকার ভালো মোবাইল ফোন)
এখন যে মোবাইলটি নিয়ে অলোচনা করব সেটি দাম হচ্ছে ৳8,490 টাকা। যাদের বাজেট ৮৫০০ টাকা তারা এই মোবাইলটি দেখতে পারেন। মোবাইলটি বাজারে অনেক আগে প্রবেশ করেছিল।
মোবইলটি সাইজে অনেক বড়। যারা এই বাজেটে একটু বড় মোবাইল ব্যবহার করতে চাচ্ছেন তাদের জন্য এই মোবাইলটি। মোবাইলটির উচ্চতা হচ্ছে 6.6 inches.
Infinix Smart 5 এই মোবাইলটিতে থাকছে 5000 mAh একটি পাওয়াফুল ব্যাটারি এবং চার্জ করার জন্য রয়েছে 10W Fast Charging.
এটিতে ক্যামেরা রয়েছে Dual 13+2 Megapixel এবং সামনে রয়েছে 8 Megapixel. তাছাড়াও MediaTek Helio A20 (12 nm) চিপসেট আছে ।
৮০০০ টাকার ভালো ফোন আরো দেখতে এটি ভিজিট করুন।
আপনি যদি ২০০০০ টাকার আশেপাশে ভালো কিছু মোবাইল ফোন দেখতে এটি ভিজিট করুন: ২০০০০ টাকায় ভালো ৫টি মোবাইল ফোন
From start to finish, this blog post had us hooked. The content was insightful, entertaining, and had us feeling grateful for all the amazing resources out there. Keep up the great work!