নতুন মিটারের জন্য অনলাইনে আবেদন ২০২৪

নতুন মিটারের জন্য অনলাইনে আবেদন
নতুন মিটারের জন্য অনলাইনে আবেদন

আজকে আমরা কথা বলব নতুন মিটারের জন্য অনলাইনে আবেদন করার নিয়ম নিয়ে বিস্তারিত ভাবে। নতুন মিটারের জন্য কিভাবে অনলাইনে আবেদন করতে হয় এবং আবেদন করার জন্য কত টাকা খরচ লাগে এবং কি কি কাগজপত্র লাগে এবং কোথা থেকে আপনারা আবেদন করতে পারবেন তা সকল বিষয়গুলো এই আর্টিকেলের মধ্যে তুলে ধরেছি।

আধুনিক যুগে বর্তমানে ঘরে বসে আপনি নতুন মিটারের জন্য আবেদন করতে পারবেন। কিছুদিন আগে পর্যন্ত এই বিষয়ে কল্পনা করাও কিন্তু সম্ভব ছিল না কিন্তু বর্তমানে এখন ঘরে বসেই নতুন মিটারের জন্য আবেদন করা যাচ্ছে এক্ষেত্রে বিদ্যুৎ অফিসে না গিয়ে সরাসরি আপনার ঘরে বসেই আপনি নতুন মিটারের জন্য আবেদন করতে পারবেন।

আপনার বিদ্যুৎহীন বাড়ির জন্য এখন কোন কষ্ট ছাড়াই সহজে অনলাইনে আবেদন করা যাচ্ছে তাই কি কি করে আবেদন করবেন এবং প্রয়োজনীয় কাগজপত্র কি এবং খরচ কত টাকা পড়বে তার সকল বিষয়গুলো জানার জন্য আজকে আমরা এই কন্টেন্টের মধ্যে তুলে ধরেছি।

নতুন মিটারের জন্য অনলাইনে আবেদন

নতুন মিটার অনলাইনে আবেদন করার জন্য https://infosearchbd.com/polli-biddut-miter-online-apply/ এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন সম্পন্ন করুন। আবেদন করার জন্য মোবাইল নাম্বার, জমির কাগজপত্র এবং এনআইডি কার্ডের ফটোকপি, দুই কপি পাসপোর্ট সাইজের ছবি সঙ্গে নিয়ে অনলাইনে আবেদন করুন। আবেদন করার সময় আবেদনকারীর ফোন নাম্বার এবং জমির দলিলের কাগজ অনুযায়ী নাম উল্লেখ থাকতে হবে।

অনলাইনে আবেদন করার জন্য নতুন কিছু নিয়ম চালু করা হয়েছে উপরোক্ত নিয়মের মধ্যে আবেদন করতে হবে 130 ফুট এর মধ্যে যদি দূরত্ব হয়ে থাকে তাহলে মিটার পাওয়া যাবে এবং এর থেকে যদি বেশি পরিমাণে দূরত্ব হয়ে থাকে তাহলে মিটার পেতে কিন্তু বিলম্ব হবে। তাই অবশ্যই ১৩০ ফুট দূরত্বের মধ্যেই থাকলেই আবেদন করবেন তাছাড়া কিন্তু আবেদন ফার্মে এই বিষয়টা উল্লেখ না করলে কিন্তু আবেদনের বিলম্ব হবে।

নতুন মিটার আবেদন করার নিয়মাবলী

  • আবেদনকারীর ছবি জাতীয় পরিচয় পত্র জমি খারিজের স্ক্যান কপি সংযুক্ত করতে হবে।
  • সার্ভিস ড্রপের দূরত্ব ১৩০ ফুট এর মধ্যেই হতে হবে
  • ১৩০ ফুটের বেশি দূরত্বে হলে এবং এটি ভুল থাকলে মিটার পেতে বিলম্ব হবে।
  • ৮০ কিলোওয়াট এর মোট লোডের পরিমাণ বেশি হলে এইচটি সংযোগের নিয়মাবলী প্রযোজ্য হবে
  • অনলাইনে সার্ভে করার পরে প্রয়োজনীয় আবেদন ফি সহ সকল বিষয় এসএমএসে জানানো হবে
  • আবেদন ফরমের লাল চিহ্নিত স্থানগুলো অবশ্যই সঠিকভাবে পূরণ করুন
  • আবেদনকারীর নিজস্ব মোবাইল নাম্বার সঠিকভাবে প্রদান করুন
  • আবেদন করার পরে প্রাপ্ত পিন নাম্বার এবং ট্রাকিং আইডি সংরক্ষণ করে রাখুন
  • ডাচ বাংলা ব্যাংক মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে আবেদন ফ্রি পরিশোধ করুন
  • ডাচ বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে বিল পরিশোধের নিয়মাবলী দেখুন

নতুন মিটারের জন্য আবেদন করতে হলে অবশ্যই উপরুক্ত নিয়মগুলো মেনে চলতে হবে এবং যে সমস্ত লাল চিহ্নিত স্থানে স্টারমার্ক দেওয়া আছে সেখানে অবশ্যই পূরণ করতে হবে তা না হলে আবেদন সম্পন্ন হবে না তাই অবশ্যই নিচের দেওয়া তথ্য অনুযায়ী নিয়মগুলো ফলো করে আবেদন সম্পন্ন করতে হবে।

আবেদন করার ক্ষেত্রে অবশ্যই জমির দূরত্ব অনুযায়ী এবং কারেন্টের লোড অনুযায়ী আবেদন করতে হবে এক্ষেত্রে বেশি পরিমাণ লোডের ক্ষেত্রে আই এস টি সংযোগ অনুযায়ী বিবেচিত হবে তাই অবশ্যই নির্দেশিকা অনুযায়ী আবেদন ফ্রি এবং প্রয়োজনীয় তথ্যগুলো দিয়ে আবেদন সম্পন্ন করুন।

নতুন মিটারের জন্য আবেদন পত্র

নতুন মিটারের জন্য আবেদন পত্র ডাউনলোড করার ক্ষেত্রে http://www.rebpbs.com/ এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এই ওয়েবসাইটের মেনুবার থেকে আবেদন ফরম ডাউনলোড অপশনে ক্লিক করতে হবে তারপরে নিচের দেওয়া পিকচার এর মত ট্রেকিং নাম্বার এবং পিন নাম্বার প্রদান করতে হবে এরপরে সাবমিট বাটনে ক্লিক করলেই নতুন মিটারের আবেদন পত্র ডাউনলোড করতে পারবেন।

নতুন মিটারের জন্য অনলাইনে আবেদন

নতুন মিটারের আবেদন ফরমটি ডাউনলোড করার জন্য উপরের দেওয়া ওয়েবসাইট থেকে খুব সহজে আপনারা আবেদন করতে পারবেন এছাড়া কিভাবে আপনারা আবেদন করবেন এবং আবেদনের অনুসন্ধান কি করবেন তা নিয়ে বিস্তারিত ভাবে নিচে তুলে ধরেছি তাহলে চলুন পর্যায়ক্রমে আমরা অন্যান্য বিষয়গুলো দেখেনি।

আবেদনের সর্বশেষ অবস্থা জানুন

নতুন মিটারের আবেদনের সর্বশেষ অবস্থা জানার জন্য http://www.rebpbs.com/UI/OfficeAutomation/Monitoring/ConsumerManagement/frmApplicationStatusPublic.aspx লিংকে প্রবেশ করুন এবং ট্রাকিং নাম্বার এবং পিন নাম্বার প্রদান করে সাবমিট বাটনে ক্লিক করে মিটারের সর্বশেষ অবস্থা সম্পর্কে জানুন। ট্রাকিং নাম্বার অথবা পিন নাম্বার ভুল হলে কিন্তু আবেদন সাবমিট করা যাবে না। তাই সঠিকভাবে ট্রাকিং নাম্বার এবং পিন নাম্বার প্রদান করুন।

নতুন মিটারের জন্য অনলাইনে আবেদন

আমরা এখানে একটি পিকচারের মাধ্যমে দেখিয়ে দিয়েছি আপনারা সেই ফাঁকা ট্রাকিং নাম্বার এর জায়গায় সম্পূর্ণ নাম্বারটি বসিয়ে দিন পরবর্তীতে সেখানে আবার পিন নাম্বার বসান এবং তারপরে সাবমিট বাটনে ক্লিক করুন তারপরে আপনার বর্তমানে নতুন মিটারের সংযোগের অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য গুলো জেনে নিন।

পল্লী বিদ্যুৎ মিটার আবেদন ফি কত

পল্লী বিদ্যুৎ মিটার আবেদন ফি ১১৫ টাকা। এবং মিটার হাতে পাওয়ার পরে তার জন্য টাকা নিবে ৪৫০ টাকা। এবং আবেদন করার সময় অফিশিয়াল ওয়েবসাইটে ট্রেকিং আইডি এবং পিন নাম্বার দিয়ে সেখান থেকে পেমেন্ট করার স্লিপ ডাউনলোড করে নিতে হবে এবং পল্লী বিদ্যুৎ অফিসে গিয়ে জমা দিয়ে নতুন সংযোগ প্রদান করবে।

নতুন সংযোগের জন্য আবেদনের নিয়ম এবং প্রয়োজনীয় কাগজপত্র গুলো কি কি লাগে তা আমরা উপরে তুলে ধরেছি এছাড়া আবেদনের শর্তসহ বিস্তারিত তথ্য গুলো আপনারা নিচের দেওয়া অপশন থেকে খুব সহজেই জেনে নিতে পারবেন।

নতুন বিদ্যুৎ সংযোগের আবেদন ফরম

নতুন বিদ্যুৎ সংযোগের জন্য অনলাইনে আবেদন করার ফরম http://www.rebpbs.com/UI/App/frm_main_application.aspx এই ওয়েবসাইটের মাধ্যমে পূরণ করুন। আবেদন ফরম পূরণ করার ক্ষেত্রে মোবাইল নাম্বার, ভোটার আইডি কার্ড, ছবি, জমির খারিজ প্রয়োজনীয় তথ্যগুলো সংযোজন করে সাবমিট বাটনে ক্লিক করুন। এই ভাবেই অনলাইনের মাধ্যমে নতুন বিদ্যুৎ সংযোগের জন্য আবেদন ফরম পূরণ করুন।

আবেদন ফরম পূরণ করার ক্ষেত্রে অবশ্যই নিয়মগুলো ফলো করতে হবে এক্ষেত্রে ইংরেজি এবং বাংলা দুইভাবেই আবেদন ফরম পূরণ করতে হবে এক্ষেত্রে অবশ্যই আবেদনকারীর নিজস্ব মোবাইল নাম্বার এবং নিজস্ব পিকচার ব্যবহার করতে হবে তা না হলে আবেদন ফরম সাবমিট নিবেনা। তাই অবশ্যই অনলাইনে আবেদন করার ক্ষেত্রে এ বিষয়গুলো জেনে নিয়ম গুলো জেনে তারপরে আবেদন ফরম সম্পন্ন করুন।

130 ফুট দূরত্বের মধ্যে থাকলেই কিন্তু আবেদন করতে পারবেন এর থেকে বেশি দূরত্ব হলে অফিশিয়ালি ভাবে তাদের সাথে যোগাযোগ করে এবং লোডিং কত কিলোওয়াট থাকবে এ বিষয়গুলো জেনে তারপরে আবেদন করুন তা না হলে আবেদন করার পরেও কিন্তু মিটার পেতে বিলম্ব হবে তাই অবশ্যই জেনে তারপরে আবেদন করবেন।

নতুন মিটারের জন্য অনলাইনে আবেদন

মিটারের আবেদন অনুসন্ধান

নতুন মিটারের জন্য আবেদন অনুসন্ধান করতে হলে অবশ্যই ট্রাকিং নাম্বার এবং পিন কোড লাগবে সেই পিন কোড দিয়ে পল্লী বিদ্যুতের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সরাসরি পিন এবং কোড প্রদান করলেই নতুন মিটারের সংযোগের অবস্থা সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পারবেন।

তবে আবেদন যদি সঠিকভাবে পূরণ হয়ে থাকে তাহলে কিন্তু কোন ধরনের বিলম্ব ছাড়াই নতুন সংযোগের আবেদন খুব তাড়াতাড়ি পাওয়া যাবে সর্বোচ্চ কতদিন পর্যন্ত পাওয়া যায় এবং কি কি কাগজপত্র লাগে তারও বিস্তারিতভাবে নিচে তুলে ধরলাম।

নতুন বিদ্যুৎ সংযোগের আবেদন ফরম বিস্তারিত

বিদ্যুৎ মিটার আবেদনপ্রথম পাতা
পল্লী বিদ্যুৎ অনলাইন আবেদনআবেদন করুন
পল্লী বিদ্যুৎ মিটার আবেদন ফরমডাউনলোড করুন
পল্লী বিদ্যুৎ মিটার আবেদন অনুসন্ধানদেখতে ক্লিক করুন
পল্লী বিদ্যুৎ মিটার আবেদন ফি কত১১৫ টাকা
নতুন বিদ্যুৎ সংযোগ ফি২০০০ টাকা

আমরা আমাদের এই ওয়েবসাইটে পল্লী বিদ্যুৎ নতুন মিটারের জন্য আবেদন সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেছি। আবেদন করার শর্তসহ বিস্তারিত ভাবে জানার জন্য আমাদের এই ওয়েবসাইটের পুরা কনটেন্টটি পড়তে পারেন। এবং এটি জানার পরে অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করার ক্ষেত্রে প্রয়োজনীয় তথ্যগুলো ভালোমতো সংশোধন করতে হবে।

খুব সহজেই এখানে আবেদন প্রসেস গুলো দেখানো হয়েছে তাই নতুন মিটার সংযোগের জন্য আবেদন করতে হলে অবশ্যই নতুন একটি ফোন নাম্বার এবং জমির খারিজ সহ প্রয়োজনেও কাগজপত্র গুলো সঙ্গে নিয়ে আবেদন করতে বসতে হবে এক্ষেত্রে যেকোনো কম্পিউটার হতে অথবা নিজের মোবাইল হতে আবেদন সম্পন্ন করা যাবে।

নতুন বিদ্যুৎ সংযোগের ক্ষেত্রে অবশ্যই প্রয়োজনীয় নিয়মাবলী সম্পর্কে বিস্তারিতভাবে জেনে তারপরে আবেদন করবেন এক্ষেত্রে ১৩০ ফুটের মধ্যে থাকলেই কিন্তু আবেদন গ্রহণযোগ্য হবে এর থেকে যদি বেশি হয় তাহলে অফিশিয়ালি ভাবে আপনাকে সেই অনুযায়ী আবেদন সম্পন্ন করতে হবে তা না হলে কিন্তু আবেদনে বিলম্ব হবে।

নতুন বিদ্যুৎ সংযোগ নিয়ে প্রশ্ন উত্তর

পল্লী বিদ্যুৎ আবেদনের সর্বশেষ অবস্থা জানতে কি করবেন

পল্লী বিদ্যুতের সর্বশেষ আবেদনের অবস্থা জানতে হলে অফিশিয়াল http://www.rebpbs.com/ ওয়েবসাইটে ভিজিট করে পিন নাম্বার এবং ট্রেকিং নাম্বার দিয়ে পল্লী বিদ্যুৎ আবেদনের সর্বশেষ অবস্থা জানুন।

নতুন মিটারের আবেদন কি লাগে

জমির খরিজের কাগজ, ফোন নাম্বার, ছবি, ভোটার আইডি কার্ড এবং প্রয়োজনীয় কিছু তথ্য সংযোজন করে আবেদন করা যাবে।

পল্লী বিদ্যুৎ মিটার আবেদন ফরম কিভাবে পাবেন

আবেদন ফরমটি ডাউনলোড করার জন্য http://www.rebpbs.com/এই ওয়েবসাইটে প্রবেশ করুন এবং মেনুবার থেকে নতুন আবেদনের জন্য আবেদন ফরমটি ডাউনলোড করতে পারবেন অথবা অনলাইনে আবেদন করতে পারবেন।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *