ফেসবুক কোড আসে না কেন! এক ক্লিকে সমাধান

ফেসবুক কোড আসে না কেন
ফেসবুক কোড আসে না কেন

আজকে আমরা কথা বলবো ফেইসবুক পাসওয়ার্ড ভূলে যাওয়ার পরে যখন আপনারা পুনরায় নতুনভাবে যখন ফরগেট এর মাধ্যমে পাসওয়ার্ড উদ্ধার করতে চান তখন কিন্তু আপনি যেই নাম্বার টি ব্যবহার করেছেন ওই নাম্বারে ওটিপি কোড আসে না এক্ষেত্রে আপনারা কি করবেন এই নিয়ে বিস্তারিত ভাবে আমরা এই কনটেন্ট এর মাধ্যমে তুলে ধরেছি আশা করি সম্পূর্ণ করলে আপনারা বিস্তারিতভাবে জানতে পারবেন।

প্রতিনিয়ত ফেসবুক আপডেট আসছে তাদের প্রাইভেসি এবং সিকিউরিটি ঠিকঠাক রাখার জন্য তারা নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করছে এক্ষেত্রে নতুন নতুন সমস্যা তৈরি হচ্ছে। ফেসবুকের এবছরের নতুন একটি সিকিউরিটি সিস্টেম আপডেট করেছে যেটার কারণে অনেকেরই ফেসবুক পাসওয়ার্ড ভূলে যাওয়ার পরে যখন পুনরায় ফরগেট করছে তখন আর কোন কাজ করছে না।

এই ক্ষেত্রে আপনাদের কয়েকটি পদক্ষেপ গ্রহণ করতে হবে তাহলে আপনারা একটি উদ্ধার করতে পারবেন এবং যেকোন সময় যদি আপনারা ফেসবুক পাসওয়ার্ড ফরগেট করেন তাহলে আপনার পার্সোনাল সিম যে নাম্বারটি আপনি ব্যবহার করেছেন সেই নাম্বারে আপনি ওটিপি কোড পাবেন তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে আপনার ওটিপি কোড সংগ্রহ করবেন।

ফেসবুক কোড আসে না

প্রথমেই জেনে নেওয়া যাক ফেসবুকের কোড কেন আসে না এটা মূলত একটি সিকিউরিটি সিস্টেম আপডেট করার কারণে ফেসবুকের নতুন এই প্রবলেমের মধ্যে অনেকে পড়ছে। ফেসবুক যখন নতুন একটি রিকোয়ারমেন্ট দেওয়া হলো যখন মোবাইল নাম্বার এর পাশাপাশি অবশ্যই প্রত্যেকটা একাউন্টে ইমেইল কানেক্টেড থাকতে হবে এবং সেই সাথে অবশ্যই টু স্টেপ ভেরিফিকেশন অন করতে হবে।

এভাবে যখন প্রত্যেকটি একাউন্টে পুনরায় টু-স্টেপ ভেরিফিকেশন এবং ইমেইল কানেক্ট করা হলো তার পরবর্তীতে এই সমস্যা শুরু হয়েছে মূলত এটি একটিভ করার কারণেই নতুন কোন কোড আসলে সেটা আর সিম এর মাধ্যমে করতে আসে না এবং ই-মেইলের মাধ্যমেও আসেনা পরবর্তী যখন এটা বারবার ট্রাই করা হয় তখন কোড ব্লক হয়ে যায় তবে এক্ষেত্রে আপনাদের কয়েকটি পদ্ধতি অবলম্বন করা লাগবে তাহলে আপনারা কোড ব্লক রিমুভ করে পুনরায় আবার নিয়ে আসতে পারবেন আপনার সিমে।

তবে এক্ষেত্রে অবশ্যই আপনার পুরনো ঐ সিমটি সঙ্গে থাকা লাগবে সেইসাথে আপনাকে কিছু কাজ করা লাগবে তাহলে আপনি পুনরায় আবার ফেসবুক ওটিপি কোড সংগ্রহ করতে পারবেন এক্ষেত্রে আমাদের দেওয়া নিচের লিংক থেকে আপনাদেরকে অবশ্যই আপনার প্রবলেমের একটি ফিডব্যাক তৈরি করে নিচের দেওয়া লিংক এর মাধ্যমে সাবমিট করতে হবে।

ফেসবুক কোড কিভাবে পাবেন

যখন আমাদের ফেসবুকের পাসওয়ার্ড ভুলে যায় এবং বারবার ফরগেট করি এটার কারণে আমাদের ফেসবুক কোড ব্লক করে দেয় বা ফেসবুক কোড লিমিট হয়ে যায়। সে ক্ষেত্রে এই কোড লিমিট সমস্যার সমাধান করতে হলে আপনাকে একটি ফেসবুকের সাপোর্ট সেকশন থেকে একটি ফরম পূরণ করতে হবে। এবং সবকিছু ঠিকঠাক ভাবে সাবমিট করার পরে 24 ঘন্টা অপেক্ষা করতে হবে তাহলে আপনার ফেসবুক কোড লিমিট ঠিক হয়ে যাবে তখন আপনি পুনরায় আমার ওটিপি কোড সংগ্রহ করতে পারবেন।

ফেসবুক কোড আসে না কেন

  • প্রথম স্টেপ : ক্লিক করুন
  • মোবাইল ক্যারিয়ারে আপনার সিম কোম্পানির নাম দিতে হবে
  • তারপর কনট্রি তে আপনার দেশের নাম লিখতে হবে
  • এরপর You have reached your Code limit সিলেক্ট করুন
  • অ্যাডিশনাল ইনফর্মেশন একটা ট্যাক্স দিতে হবে
  • টুইসডে প্রবলেম হলে নিচের টেক্সট কপি করুন
  • facebook login code not received

ফেসবুক কোড আসে না কেন

ছবির মত সবকিছু ঠিকঠাক ভাবে পূরণ করার পরেই তারপর সেন্ড বাটনে ক্লিক করুন ফেসবুকের হেল্প সেন্টারে সরাসরি আপনাকে নিয়ে যাবে তারপরে ব্যাক বাটন এ ক্লিক করে পুনরায় ব্যাক আসতে পারবেন।

তবে অবশ্যই ফরম ফিলাপ করার পর আপনাকে 24 ঘন্টা পরে পুনরায় কোড রিসেট করার চেষ্টা করবেন না তবে এক্ষেত্রে আপনাদেরকে বুঝতে হবে যে কোড লিমিট হয়ে গেছে যখন তখন বারবার ট্রাই করতে থাকলে কোড আবার পুনরায় ফিক্সট করতে গেলে আবারো ব্লক হয়ে যেতে পারে।

আরো পড়ুন: দুবাই কাজের ভিসা নিয়ে বিস্তারিত তথ্য

তাই অবশ্যই চেষ্টা করবেন ফরম ফিলাপ করার পরে 24 ঘন্টার পর  আবার পুনরায় নতুনভাবে রিসেট করার তাহলে ঠিকঠাক মত কাজ করবে তার পরেও আমরা নিচে বিস্তারিতভাবে আপনাদেরকে অন্যান্য মাধ্যমে অবলম্বন করে কীভাবে করবেন তা বিষয়ে দেখানো হলো।

ফেসবুক কোড না আসার কারণ

অনেক সময় দেখা যায় যে আপনার মোবাইলে কোড রিসেট করার পরেও আপনি কোন ধরনের ফেসবুক কোড পারছেন না তবে এক্ষেত্রে আপনার মোবাইলের মেসেজ অপশন এর সেটিং থেকে আপনাকে কিছু সিস্টেম চেঞ্জ করতে হবে তাহলে আপনি পুনরায় ফেসবুকের ওটিপি কোড সংগ্রহ করতে পারবেন।

এটা মূলত ফোনের ডিফল্ট সেটিং এর কারণেই এটা হয়ে থাকে তবে এক্ষেত্রে পুনরায় নতুন ভাবে ঠিক করে নেওয়ার পরে তখন যে কোন মেসেজ আপনি আপনার ফোন থেকে কালেক্ট করতে পারবেন তবে এক্ষেত্রে ফেসবুক সহ অন্যান্য টু স্টেপ ভেরিফিকেশন এর জন্য যে সমস্ত কোডগুলো লাগে তার সবগুলোই আপনার ফোনের মেসেজ এর মাধ্যমে পাবেন তাহলে চলুন দেখে নেওয়া যাক।

আপনার ফোনের ডিফল্ট মেসেজ অপশন এর একটি সেটিং রয়েছে সেটা সেটাপ করতে হবে এক্ষেত্রে আপনাকে মেসেজ অ্যাপ এর ভিতরে প্রবেশ করলে নিচের স্ক্রীনশটএর মত একটি অপশন দেখতে পাবেন এখানে আপনাকে জাস্ট ওকে বাটনে প্রেস করে পুনরায় নতুনভাবে সেটআপ করে নিতে হবে।

ফেসবুক কোড আসে না কেন

তবে এক্ষেত্রে আপনাদের জেনে রাখা উচিত যেসব মোবাইলের মেসেজ অপশনে কোন মেসেজ আসে না তবে এক্ষেত্রে আপনারা পুনরায় নতুন একটি মেসেজ অ্যাপস ডাউনলোড করে নিতে পারেন তবে এক্ষেত্রে মেসেঞ্জার ডাউনলোড করে নিলে আপনারা অটোমেটিকভাবে সব সেটিং ঠিকঠাক পাবেন তাই অবশ্যই চেষ্টা করবেন নতুন কোন মেসেজ অ্যাপস ব্যবহার করার জন্য তাহলে ফেসবুক কোড পাওয়ার সম্ভাবনা রয়েছে।

ফেসবুক কোড পাওয়ার জন্য সিম অ্যাক্টিভ রাখুন

আপনার ফেসবুক পাসওয়ার্ড হারিয়ে ফেলার পরে পুনরায় যখন আপনি ফরগেট এর মাধ্যমে নতুন পাসওয়ার্ড নিয়ে আসতে যাবেন তবে এক্ষেত্রে অবশ্যই আপনার সিমটি সচল থাকা লাগবে তাহলে আপনি ফেসবুক কোড পাবেন তবে। এক্ষেত্রে আপনাদের জেনে রাখা উচিত যে যদি কোড ব্লক হয়ে যায় পুনরায় উপরের দেওয়া সিস্টেম অনুযায়ী যদি আপনারা চেষ্টা করেন তাহলে নেওয়ার জন্য অবশ্যই সিম টি সচল থাকতে হবে।

আপনি যদি আপনার মোবাইল ফোনের ওই সিমটিতে অনেকদিন ধরে রিসার্চ করেননি অথবা কোন কানেক্টিভিটি রাখেন নি তবে এক্ষেত্রে আপনাদের সিমটি অটোমেটিকভাবে ডিএক্টিভ হয়ে যায় তবে এক্ষেত্রে আপনাদের তাৎক্ষণিকভাবে রিচার্জ করতে হবে তাহলে রিসার্চ করা মাত্রই সিমটি একটিভ হয়ে যাবে তারপরে আপনি যাবতীয় ফোনের সুযোগ-সুবিধা পাবেন।

যখন আপনার মোবাইল সিম 4g অ্যাক্টিভ অবস্থায় থাকে তখন কিন্তু কোন ধরনের মেসেজ অথবা কল আসে না তাই অবশ্যই ফেসবুক কোড আসার জন্য আপনার মোবাইল সিম টি সচল রাখতে হবে।

বিশেষ দ্রষ্টব্য

আপনি যদি এই ভাবেও ফেসবুক কোড না আসে তাহলে আমাদের ফেসবুক পেজের মাধ্যমে মেসেজ দিতে পারেন সেখান থেকে আপনাদেরকে আমরা step-by-step দেখিয়ে দিব। ধন্যবাদ এই ছিল আমাদের ফেসবুক কোড না আসার কারণ এবং কোড কিভাবে পাবেন এই নিয়ে বিস্তারিত।

2 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *