ফেমিকন পিল সম্পূর্ণ অস্থায়ী এবং পরিবর্তনশীল জন্মবিরতিকরণ একটি পদ্ধতি। নিয়মিত ফেমিকন পিল খেলে মাসিকের ডেট অনুযায়ী মাসিক হবে। যতদিন পর্যন্ত গর্ভধারণ করতে না চান ততদিন পর্যন্ত ফেমিকন পিল খেতে পারবেন। ফেমিকন পিল খাওয়ার পরে পরবর্তী মাসিক না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হয়। ফেমিকন পিল খেলে মাসিক নিয়মিত হয় এবং মাসিকের নানা রকমের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।
ফেমিকন পিল মহিলার শরীরের সাথে খুব সহজেই মানিয়ে যাই। তবে কোন কোন মহিলাদের ক্ষেত্রে প্রাথমিক পর্যায়ে কিছু কিছু সমস্যা দেখা দিতে পারে যেমন, মাথা ঘোরা, তলপেট ব্যথা, বমি বমি ভাব হওয়া, ফোটা ফোটা রক্ত স্রাব হওয়া, পরবর্তীতে ফেমিকন পিল নিয়মিত দুই থেকে তিন মাসের মধ্যে খেতে থাকলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।
একবার সহবাস করলে কতদিন পিল খেতে হয়
ফেমিকন পিল খাওয়ার পরে যদি অতিরিক্ত ভাবে এই উপসর্গ মাথা ব্যথা, বমি, মাথা ঘোরা, তলপেট ব্যথা, রক্তস্রাব বেশি হওয়া, এই উপসর্গগুলো যদি বেশি মাত্রায় দেখা দেয় তাহলে অবশ্যই তৎকালীনভাবে ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং তার নির্দেশনা অনুযায়ী পরবর্তী মাসিক শুরুর পর থেকেই অন্য কোন পদ্ধতি নেওয়া উচিত।
ফেমিকন পিল | বিস্তারিত |
মাসিকের অবস্থা | নিয়মিত মাসিক |
মাসিকের সময় | কমপ্লিট হওয়ার পর |
পিল খেতে ভুল হলে | দুইটি খেতে হবে |
ফেমিকন পিল খাওয়ার বয়স | সর্বোচ্চ ৪৫ বছর |
কোন কারণে যদি ফেমিকন পিল খেতে ভুলে যান তাহলে পরদিন থেকেই ভুলে যাওয়া পিলটি খেয়ে নিতে হবে তাছাড়া ওই দিনের যদি পরপর দুইদিন আপনি পিল মিস করেন তাহলে অন্য একটি পদ্ধতি অবলম্বন করতে পারেন সেটি হল ইমার্জেন্সি একটি পিল খেয়ে নেওয়া। কোন কারনে যদি দুই দিনের পিল খাওয়া হয়ে যায় তাহলে দুইটি পিল পরবর্তী দিনে খেয়ে নিতে হবে।
তবে পরবর্তী সময়গুলো থেকে সাবধানতার সাথে অন্যান্য পদ্ধতি অবলম্বন করা উচিত যেমন কনডম। তবে মাসিক নিয়মিত রাখার জন্য অবশিষ্ট পিল গুলো প্রতিদিন একটি করে যথাসময়ের মধ্যে খেয়ে নিতে হবে যাতে পরবর্তীতে মাসিকের ডেট চেঞ্জ না হয় এবং মাসিক যেন সঠিক সময়ে হয় এই কারণেই।
খাবার পিল হিসাবে ফেমিকন সব থেকে ভাল একটি পিল। এর কার্যকরী ক্ষমতা অনেক অংশে বেশি এবং সম্পূর্ণ মুখে সেবনযোগ্য একটি পিল। নিম্নে ফেবিকন পিলের বিস্তারিতভাবে আজকে আমরা তুলে ধরেছি আশা করি সম্পূর্ণ কনটেন্টটি যদি আপনারা মনোযোগ সহকারে পড়েন তাহলে ফেমিকন পিল খাওয়ার কত দিন পর মাসিক হবে তা সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।
ফেমিকন পিল মূলত গর্ভধারণ করতে চান না তাদের জন্য উপযুক্ত একটি পদ্ধতি। এটি নিয়মিত খেলে পরবর্তী সময়গুলোতে মাসিক নিয়মিতভাবেই হতে থাকবে। এটি খাওয়ার পর থেকে যে মাসিক শুরু হবে তা না আপনার যে নিয়মে মাসিক চলমান ছিল সেই নিয়মেই চলমান থাকবে। এবং মাসিকের কোন সমস্যা থাকলে সেটিও দূর করবে ফেমিকন পিলের মাধ্যমে।
ফেমিকন পিল নিয়মিত খাবার ফলে যদি কোন ধরনের জটিল কোন সমস্যা দেখা দেয় তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। সেই সাথে এটি খাওয়ার পরেও যদি নিয়মিত মাসিক না হয় এবং মাসিক চক্র যদি পরিবর্তন দেখা দেয় তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন এবং পরবর্তী অন্য কোন পদ্ধতি ব্যবহার করার চেষ্টা করুন।