BOILER Job Circular 2021 : শিল্প মন্ত্রণালয়ের অধীন প্রধান বয়লার পরিদর্শকের কার্যালয়ে রাজস্বখাত ভূক্ত নিয়োগযোগ্য অস্থায়ী শূন্য পদের বিপরীতে নিমোক্ত পদে সরাসরি জনবল নিয়োগের জন্য বাংলাদেশের সকল যোগ্যতা সম্পন্ন আগ্রহী নাগরিকদের আহ্বান করেছে। উক্ত নিয়োগটিতে ২টি পদে অস্থায়ীভাবে ড্রাইভার নিয়োগ দেবে।
বয়লার পরিদর্শকের কাযালয়ে ২টি ড্রাইভার পদে চাকরি। যারা সরকারি অফিসে ড্রাইভার পদে চাকরি করতে ইচ্ছুক তাদের জন্য এটি সুযোগ। আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে অষ্টম শ্রেণী পাস।
এছাড়াও বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ হালকা ও ভারী যানবাহন চালনায় অভিজ্ঞ হতে হবে।
ড্রাইভার পদে এই চাকরির আবেদন প্রক্রিয়া অনলাইন ভিত্তিক। আবেদন করতে ইচ্ছুক প্রার্থীগণ আগামী ১লা ডিসেম্বর, ২০২১খ্রি: হতে শুরু করে ২০ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।
আবেদনের জন্য ফি বাবদ প্রয়োজন হবে ১১২/- টাকা। আবেদন ফি টেলিটক প্রিপেইড সীমের মাধ্যমে প্রদান করতে হবে।
আবেদন করার জন্য বয়স হতে ১৮-৩০ বছর। যা ১৭/১১/২০২১ তারিখে অনূন্য ১৮ – ৩০ বছরের মধ্যে হতে হবে।
সরকারী ড্রাইভার পদে চাকরি তে আবেদন করতে আগ্রহীরা এই লিংকে http://boiler.teletalk.com.bd/ প্রবেশ করে আবেদন করতে হবে।
boiler job circular 2021 বয়লার কার্যালয় ড্রাইভার পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
সম্প্রতি চাকরির খবর :
বিএডিসি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ , BD Railway Job Circular 2021 , Custom House ICD Job Circular 2021