আপনি যদি Chrome ব্রাউজার ব্যবহারকারী হয়ে থাকেন। তবে, আপনি এই ব্রাউজার থেকে আরো একটি সেবা উপভোগ করতে পারবেন। সেটি হল chrome screenshot editor. আপনি যদি Android ব্যবহারকারী হয়ে থাকেন তবে এই স্ক্রিন-গ্র্যাবিং টুলটি ব্যবহার সম্পর্কে জেনে নিন। এটির মাধ্যমে অনেক সুবিধা পাবেন যা আগে পেতেন না। তবে গুগুল Android এর পাশাপাশি ডেস্কটপ ব্রাউজারে এই সুবিধাটি সংযোজন করার জন্য চেষ্টা চালাচ্ছে।
Chrome এটি শেয়ার মেনুর অংশ হিসেবে যুক্ত করেছে। গ্র্যাবার একটি স্ক্রিনশট নেওয়া এবং তারপর অন্যদের সাথে শেয়ার করা বা অন্য অ্যাপে পাঠানো এই টুলসটির মাধ্যমে সম্ভব হবে। ডেক্সটপের ক্ষেত্রে গুগুল এটি Image editing সাথে সংযুক্ত করার চিন্তা করছে।
এই স্ক্রিনশট টুলটি হবে ওয়েব ব্রাউজারের ক্ষেত্রে দুর্দান্ত কিছু হবে। যা ব্যবহারকারীরা ব্যবহার করে খুব খুশি হবে। আপাতত এই screenshot editor এ তেমন বেশি অপশন নেই। তবে সময়ের সাথে সাথে পরিবর্তন হবে তা নিসন্দেহে বলা যায়।
আপনি যদি তা ব্যবহার করতে চান, তবে তা কিভাবে সচল করার পদ্ধতি নিচে থেকে জেনে নিন-
এই screenshot editor চালু করার জন্য দুটি ধাপ রয়েছে। যা নিচে উল্লেখ রয়েছে। পাশাপাশি আপনাকে এটি নিশ্চিত করতে হবে যে, আপনি Chrome 98 Canary build ব্যবহার করছেন:
১. প্রথমে আপনাকে Chrome Browser এ প্রবেশ করতে হবে। তারপর chrome://flags এই লিংকটিতে ভিজিট করতে হবে।
২. Desktop Screenshots দিয়ে সার্চ বক্সে সার্চ করতে হবে এবং ড্রপ ডাউন মেন হতে Enabled সিলেক্ট করতে হবে।
৩. তারপর আবার Desktop sharing hub in Omnibox এই কিওয়ার্ড দিয়ে সার্চ করতে হবে এবং মেনুবার হতে Enabled সিলেক্ট করে দিতে হবে।
৪. সর্বশেষ, ক্রোম রিস্টার দিতে হবে।
তারপর আপনি এড্রেস বার হতে শেয়ার বাটনটির মাধ্যমে স্কিনশট অপশন সিলক্ট করে কেপচার করতে পারবেন। সিলেক্ট অপশন দিয়ে আপনার যতটুকু প্রয়োজন ততটুকু জায়গা সিলেক্ট করে Screenshot নিতে পারবেন। Screenshotটি ক্লিপবোর্ড সংরক্ষণ হয়ে যাবে। যা আপনি document or image editor জন্য প্রস্তুত পাবেন। তবে এটি আপনার কম্পিউটার কিংবা মোবাইলে সেইভ করে রাখতে চান, তবে ডাউনলোড বাটনে ক্লিক করতে পারেন।
নিয়মিত টেক সম্পর্কিত তথ্য পেতে এই ওয়েবসাইটের সঙ্গে থাকুন।