হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমরা আলোচনা করব কিভাবে খুব দ্রুত গুগুল হতে এডসেন্স এর এপ্রুভাল নেয়া যায়। “গুগুল এডসেন্স” বর্তমান বিশ্বে সাড়া জাগানো বিজ্ঞাপন সার্ভিসের একটি মাধ্যম। এটি মাধ্যমে বর্তমানে প্রায় সকল দেশের ছোট থেকে বড় সকল কোম্পানি তাদের ব্যান্ডিং বাড়ানোর বিজ্ঞাপন দিয়ে থাকে।
গুগুল এডসেন্স এর বিজ্ঞাপন পরিষেবা বাংলাদেশে অন্য দেশের তুলনায় তেমনভাবে ব্যবহার এখনও দেখা যায় নি। কিন্তু তা ক্রমবর্ধমান। কেননা, বর্তমানে বাংলাদেশের প্রায় প্রতিটি কোম্পানি গুগুল এডসেন্সের মাধ্যমে তাদের বিজ্ঞাপন দিচ্ছে। ফলে এই ইন্ড্রাস্টির কার্যক্রম ও আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে।
গুগল এডসেন্স (Google AdSense) পাওয়ার উপায় :
এখন কথা হচ্ছে আপনার যদি একটা ওয়েবসাইট থাকে। তবে কিভাবে আপনি গুগুল হতে খুব দ্রুত এডসেন্স এপ্রুভাল নিয়ে ইনকাম শুরু করবেন। তার বিস্তারিত থাকছে আজকের এই কনটেন্টটিতে।
এবার আসা যাক মূল কথায়: আপনি যদি গুগুল এডসেন্স মাধ্যমে ইনকাম করতে চান। তবে প্রথমেই আপনাকে একটি ওয়েবসাইট রান করতে হবে। আর ওয়েবসাইটি রান করার জন্য আপনাকে ভাল মানের ডোমেইন এবং হোস্টিং নিতে হবে। ডোমেইন এবং হোস্টিং নিয়ে বিস্তারিত জানতে এটি পড়ুন: কিভাবে ভাল মানের ডোমেইন হোস্টিং নিতে হয়?
আপনার যদি একটি ওয়েবসাইট থেকে থাকে । তবে আপনার মূল কাজ হল: আপনার আগ্রহ আছে এমন টপিকের উপর ভাল মানের কনটেন্ট তৈরী করা এবং প্রকাশ করা। এভাবে আপনাকে কমপক্ষে ২০ টি পোস্ট প্রকাশ করা। তারপর হচ্ছে অন্যান্য কাজ। নিচে এডসেন্স পাওয়ার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত সকল নিয়মাবলি উল্লেখ করা হয়েছে।
খুই সহজেই এডসেন্স এপ্রুভাল নেয়ার জন্য নিচের নিয়ম গুলো দেখুন:
১. গুগুল এডসেন্স পাওয়ার জন্য প্রিমিয়াম ডোমেইন:
আপনি যদি এখনও ওয়েবসাইটি খুলে না থাকেন। তবে আপনার প্রথম কাজ হল একটি টপ লেভেল ডোমেইন ক্রয় করা। কেননা, অনেকেই ফ্রি ডোমেইন দিয়ে এডসেন্সে জন্য আবেদন করে। ফলে কাজ হয় না। টপ লেভেলের ডোমেইন গুলো হল : .COM .NET .INFO .IN .ORG ইত্যাদি।
২. ভালো মানের একটি হোস্টিং:
অনেক সময় দেখা যায় ওয়েবসাইট লোড হতে সময় লাগে। ওয়েবসাইটের আপলোড কৃত ছবিগুলো ভেঙে যায়। আবার অনেক সময় ওয়েবসাইটের সার্ভার সঠিকভাবে কাজ করে না। যার ফলে ওয়েবসাইটের কন্টেন ডেলিভারি দিতে অনেক সময় লেগে যায়। যার জন্য ভিউয়ারা বিরক্তবোধ করে। আর এর জন্য উচিত ভালো হোস্টিং নেয়া।
৩. গুগুল এডসেন্স জন্য গুরুত্বপূর্ণ পেইজ তৈরীকরা:
একটি ওয়েবসাইট তৈরী করার পর কনটেন্ট প্রকাশ করার পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ পেইজ প্রকাশ করা উচিত। এগুলো হল: Terms & Condition , Privacy Policy , Contact US, About US এবং Disclaimer . এই পাচঁটি পেইজ প্রত্যেকটা ওয়েবসাইটের থাকা উচিত। কেননা, এই পেজগুলোর মাধ্যমে ওয়েবসাইট এবং ওয়েবসাইটের ফাউন্ডার সম্পর্কে বিস্তারিত বণনা দেয়া থাকে।
একটি ওয়েবসাইট কোন নিয়ম নীতিতে চলে এবং যোগাযোগ করার ঠিকানা এই সকল পেজে উল্লেখ থাকে। তাই, এডসেন্স আবেদন করার পূর্বে এই পেইজ গুলো অব্যশই তৈরী করে ফেলা উচিত।
৪. সর্বনিম্ন আর্টিকেল এবং সুন্দর একটি থিম:
আপনার ওয়েবসাইটে এডসেন্স আবেদন করার জন্য মিনিমান ২০টি আর্টিকেল থাকতে হবে। পাশাপাশি একটি সুন্দর এবং হালকা সাইজের একটি থিম ব্যবহার করতে হবে। যাতে, ওয়েবসাইট খুব সুন্দরভাবে উপস্থাপন হয় এবং খুব দ্রুত লোড হয়।
৫. কপিরাইট ইমেইজ:
ওয়েবসাইটে অবশ্যই কপিরাইট ক্লেম এর বহির্ভূত ইমেইজ ব্যবহার করতে হবে। তা না হলে, গুগুল এডসেন্স এটির জন্য এপ্রুভাল নিতে সমস্যা হয়। আপনার যদি ছবি সংগ্রহ করতে সমস্যা হয় , তবে এই ওয়েবসাইটগুলো হতে pixabay.com , canva.com ইত্যাদি এরকম সাইট হতে ছবি সংগ্রহ করুন এবং ওয়েবসাইটের কাজে ব্যবহার করুন।
কখনই অন্যের ওয়েবসাইট কিংবা গুগুল হতে ছবি ডাউনলোড করে ছবি ব্যবহার করবেন না। কপিরাইট মুক্ত ছবির আরো ওয়েবসাইট পেতে গুগুলে Free Stock Photo লিখে সার্চ করুন । তাহলে অনেকগুলো রেজাল্ট পেয়ে যাবেন।
৬. অন্যকোন বিজ্ঞাপন সংস্থার পরিষেবা ব্যবহার করবেন না:
গুগুল এডসেন্স আবেদন করার পূর্বে খেয়াল রাখবেন । যে আপনার ওয়েবসাইটে অন্য কোন সংস্থার বিজ্ঞাপন পরিষেবা ব্যবহার করছেন কিনা। যদি ব্যবহার করে থাকেন , তবে সেটা রিমুভ করে গুগুল এডসেন্স এর জন্য আবেদন করুন।
৭. গুগুল এডসেন্স পাওয়ার জন্য তথ্যবহুল কনটেন্ট:
আপনার ওয়েবসাইটে যেসকল কনটেন্ট প্রকাশ করছেন । খেয়াল রাখবেন, সেগুলোর উপর মানুষের আগ্রহ আছে কিনা। যদি মানুষের আগ্রহ না থাকে তবে, আপনার কনটেন্ট গুগুলের কাছে কোন মূল্য নেই। যার ফলে আপনার এই ওয়েবসাইটে জন্য এডসেন্স এপ্রুভুব নাও হতে পারে। আর হ্যা, কনটেন্ট লেখার সময় খেয়াল রাখবেন, যাতে আপনার কনটেন্টটি তথ্যবহুল হয় মিনিমাম টপিকভেদে ১০০০ শব্দের হয় ।
শেষ কথা:
প্রথমত টপ লেভেলে একটি ডোমেইন দিয়ে ওয়েবসাইটি রান করুন। তারপর, ওয়েবসাইটে ভাল ভাল কিছু কনটেন্ট প্রকাশ করুন। কনটেন্ট প্রকাশের সংখ্যা ২০টি করুন । পাশাপাশি, গুরুত্বপূর্ণ পেজগুলো তৈরী করুন।
তারপর, আপনি Google AdSense জন্য আবেদন করুন। আশা করি, এক সপ্তাহের মধ্যে সুখবর পেয়ে যাবেন। আমি আমার প্রথম ওয়েবসাইটের জন্য Google AdSense আবেদন করার পরের দিন এপ্রুভাল পেয়ে গিয়েছিলাম। তাই, ধৈর্য্য ধরে লেগে থাকুন এবং কাজ করুন। আশা করি আপনার আশা অল্প কিছুদিনের মধ্যে পূরণ হবে। ধন্যবাদ।
These are genuinely impressive ideas in concerning blogging.
You have touched some pleasant factors here. Any
way keep up wrinting.