সৌদি আরবের আল মারাই কোম্পানি নিয়োগ বিজ্ঞপ্তি

সৌদি আরবের আল মারাই কোম্পানি নিয়োগ বিজ্ঞপ্তি

সৌদি আরবে আল মারাই কোম্পানি নিয়োগ বিজ্ঞপ্তি প্রসঙ্গে জানানো যাচ্ছে। যে বিশেষ একটি বৈঠকের মাধ্যমে আলমারাই কোম্পানি তে বাংলাদেশ থেকে প্রায় পাঁচ হাজার লোক নিয়োগ দেবে বলে জানা গেছে তবে এক্ষেত্রে 2023 সালের শুরুর দিকে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পাবে।

আলমারাই কোম্পানি হলো সৌদি আরবের একটি প্রসিদ্ধ এবং জনপ্রিয় একটি কোম্পানি প্রায়ই এখানে বাৎসরিক ব্যবসার হিসেবে মোট সৌদি আরবের পঞ্চম এবং বৃহত্তম কোম্পানি হলো আলমারাই কোম্পানি।

আলমারাই কোম্পানি তে কাজ করার পাশাপাশি আপনাকে বিভিন্ন ধরনের অন্যান্য ওভারটাইমে কাজ করার সুযোগ রয়েছে তবে অন্যান্য কোম্পানিতে কাজ করার জন্য আপনাকে সুযোগ তৈরি কোরে নেওয়া লাগবে কিন্তু এখানে কাজ করার পরে চাইলে আপনারা অন্যান্য কাজের সুযোগ দিতে পারবেন।

সৌদি আরবে আল মারাই কোম্পানি নিয়োগ বিজ্ঞপ্তি বিষয়ে বিস্তারিত ভাবে এখানে তুলে ধরব এবং কিভাবে আপনারা সৌদি আরবের আল মারাই কোম্পানি ভিসা নিয়ে সেখানে গিয়ে কাজে নিয়োজিত হতে পারবেন এবং কি কি দক্ষতা লাগবে এই নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হলো।

সৌদি আরবের আল মারাই কোম্পানি নিয়োগ বিজ্ঞপ্তি

সৌদি আরবের আলমারাই কোম্পানি তে ড্রাইভিং, ক্লিনার, সেলসম্যান, ফ্যাক্টরি, এগ্রিকালচার, এই সমস্ত ক্যাটাগরির উপরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তবে উক্ত বিজ্ঞপ্তিতে কতজন লোক নিবে তা এখন পর্যন্ত জানা যায়নি তবে ডিসেম্বরের মাঝামাঝিতে সম্পূর্ণভাবে তারা বিষয়টি নিশ্চিত করবে এক্ষেত্রে বাংলাদেশ থেকে প্রায় পাঁচ হাজার শ্রমিক নেওয়ার কথা নিশ্চিত করেছে।

আলমারাই কোম্পানি ক্লিনার নিয়োগ বিজ্ঞপ্তি

আলমারাই কোম্পানি তে কয়েকটি ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে উক্ত ক্যাটাগরী অনুযায়ী বাংলাদেশের বিভিন্ন সরকারি এবং বেসরকারি রিক্রুটিং এজেন্সিগুলোর মাধ্যমে আবেদন করা যাবে আবেদন করতে হলে আপনি যেই কাজের দক্ষতা অর্জন করেছেন বা দক্ষতা আছে সেই কাজের উক্তি আবেদন করতে হবে আবেদন করার জন্য অবশ্যই দক্ষতার প্রমাণ হিসেবে সার্টিফিকেট প্রশিক্ষণের সনদ দেখাতে হবে।

আলমারাই ক্লিনার ভিসাবিস্তারিত
যোগ্যতাছয় মাসের অভিজ্ঞতা
শিক্ষাগত যোগ্যতাঅষ্টম শ্রেণী পাস
বেতন ১৬০০ রিয়াল
থাকার ব্যবস্থানিজের
ডিউটি টাইম৮ ঘন্টা

আলমারাই ড্রাইভিং ভিসা নিয়োগ বিজ্ঞপ্তি

আলমারাই কোম্পানিতে ড্রাইভিং পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে উক্ত পদে যারা ড্রাইভিং পদে অভিজ্ঞতা রয়েছে এবং প্রশিক্ষণের সার্টিফিকেট রয়েছে তারা উক্ত পদগুলোতে আবেদন করতে পারবে আবেদন করার জন্য নিচে বিস্তারিতভাবে তুলে ধরা হলো বাংলাদেশের সরকারি এবং সরকারি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে আবেদন করা যাবে।

আলমারাই কোম্পানি ড্রাইভিং নিয়োগ বিজ্ঞপ্তিবিস্তারিত
যোগ্যতাড্রাইভিং লাইসেন্স
শিক্ষাগত যোগ্যতাঅষ্টম শ্রেণী পাস
বেতন১৭০০ রিয়াল
ডিউটি টাইম৮ ঘন্টা

আলমারাই সেলসম্যান নিয়োগ বিজ্ঞপ্তি

আলমারাই কোম্পানিতে সেলসম্যানের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে উক্ত পদে মিনিমাম 200 জন ব্যক্তি আবেদন করতে পারবে আবেদন করতে হলে অবশ্যই প্রয়োজনীয় দক্ষতা এবং প্রয়োজনীয় সনদপত্র থাকতে হবে কি কি দক্ষতা লাগবে তা নিচে তুলে ধরা হলো।

আলমারাই কোম্পানি সেলসম্যান নিয়োগবিস্তারিত
যোগ্যতাঅষ্টম শ্রেণী পাস
বেতন১৬০০ রিয়াল
প্রয়োজনীয় দক্ষতাকম্পিউটার বেসিক জানতে হবে
ডিউটি টাইম৮ ঘন্টা

আলমারাই কোম্পানি ফ্যাক্টরি ম্যানেজার নিয়োগ

আলমারাই কোম্পানি ফ্যাক্টরি ম্যানেজার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে উক্ত পদে বিশ জন ব্যক্তি আবেদন করতে পারবে এক্ষেত্রে প্রয়োজনীয় দক্ষতা এবং বেতন নিয়ে বিস্তারিত নিচে তুলে ধরা হলো।

আলমারাই ফ্যাক্টরি ম্যানেজার নিয়োগবিস্তারিত
যোগ্যতাএসএসসি পাস
প্রয়োজনীয় দক্ষতাকম্পিউটার বেসিক জ্ঞান
বেতন১৭০০ রিয়াল
ডিউটি টাইম৮ ঘন্টা

সৌদি আরবে আলমারাই কোম্পানিতে বেতন কত

সৌদি আরবে আলমারাই কোম্পানিতে বেতন ১৫০০ রিয়েল থেকে শুরু করে ২২০০ রিয়াল পর্যন্ত। তবে অভিজ্ঞতার ভিত্তিতে প্রতিবছর বেতন বৃদ্ধি করা হয়ে থাকে। সেইসাথে বেতন বোনাস সহ আনুষঙ্গিক অন্যান্য সুযোগ-সুবিধা রয়েছে।

আলমারাই কোম্পানি ভিসা কিভাবে পাবেন

আলমারাই কোম্পানি তে সুযোগ সুবিধা

  • কাজের পরিবেশ অত্যন্ত ভালো
  • স্বনামধন্য একটি কোম্পানি
  • প্রতি দুই বছর পর পর ছুটি
  • স্বাস্থ্য বীমার সুযোগ রয়েছে
  • চাকরি শেষে সার্ভিস বোনাস অ্যামাউন্ট
  • পরিবহন খরচ ২০০ রিয়াল
  • ওভারটাইম করার সুযোগ

আরো পড়ুনঃ মালয়েশিয়া কলিং ভিসার আবেদন করার নিয়ম

আলমারাই কোম্পানি ভিসা কিভাবে পাবেন

সৌদি আরবের আলমারাই কোম্পানি তে কিছুদিন পরপরই কর্মীর প্রয়োজন পড়ে। এক্ষেত্রে বাংলাদেশের যে সমস্ত সরকারি এবং বেসরকারি রিক্রুটিং এজেন্সি রয়েছে এ সমস্ত এজেন্সির মাধ্যমে আপনারা আলমারাই কোম্পানির ভিসা পাবেন। নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী তারা বাংলাদেশের বিভিন্ন সরকারি-বেসরকারি এজেন্সির মাধ্যমে লোক নিয়ে থাকে।

এছাড়াও আপনি যদি চান তাহলে আলমারাই কোম্পানি অফিশিয়াল ওয়েবসাইট থেকে বর্তমানে কি নিয়োগ বিজ্ঞপ্তি চলছে সেই নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী আপনারা আবেদন করতে পারবেন। তারপরেই আপনারা সরকারি এবং বেসরকারি এজেন্সির মাধ্যমে ভিসা করে সেখানে কাজে নিয়োজিত হতে পারবেন।

আলমারাই কোম্পানিতেভিসা আবেদনের নিয়ম

সৌদি আরবের আলমারাই কোম্পানি তে ভিসার জন্য আবেদন করতে হলে তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী ভিসার জন্য আবেদন করতে হবে। আলমারাই কোম্পানি তে বিভিন্ন পদে নিয়োগের জন্য আলাদা আলাদা ভাবে রিকোয়ারমেন্ট থাকে। পূর্ব অভিজ্ঞতা চাওয়া হয় এবং সেই সাথে প্রয়োজনীয় কাগজপত্র গুলো সঙ্গে নিয়ে আবেদন করতে হয়।

প্রয়োজনীয় কাগজপত্র

  1. 6 মাস মেয়াদি পাসপোর্ট
  2. 4 কপি পাসপোর্ট সাইজের ছবি
  3. পূর্ব কাজের অভিজ্ঞতা তার প্রমান
  4. এনআইডি কার্ডের ফটোকপি
  5. স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট
  6. জন্ম নিবন্ধন এর ফটোকপি
  7. পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট
  8. শিক্ষাগত যোগ্যতা
  9. সমস্ত কাগজপত্র সত্যায়িত
  10. চেয়ারম্যান কর্তৃক সনদপত্র

সৌদি আরবের আল মারাই কোম্পানি নিয়োগ বিজ্ঞপ্তি

আল মারাই কোম্পানি ভিসা ২০২২

সৌদি আরবের রিয়াদ থেকে দেড়শ কিলোমিটার দূরে আলহাজ্ব এলাকার ভিতরে অবস্থিত আলমারাই কোম্পানির ডেইরি ফার্ম। বিশ্বের অন্যতম বড় একটি দুগ্ধজাত খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান হল আলমারাই কোম্পানি। এটি সৌদি আরবের শহর গুলোতে বিভিন্ন শাখা রয়েছে। আলমারাই কোম্পানি ডেইরি ফার্ম সহ আরো অনেক কার্যক্রম পরিচালনা করে থাকে। এ সমস্ত কার্যক্রম পরিচালনা করার জন্য আলমারাই কোম্পানি বিদেশি কর্মীদেরকে নিয়োগ দিয়ে থাকে।

আরো পড়ুনঃ মালয়েশিয়া ফ্যাক্টরি ভিসা আবেদন করার নিয়ম

 

7 Comments

  1. Gaffar Hossain

    আমি বাংলাদেশে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে টাওয়ার ক্রেন অপারেটর হিসেবে আছি আমি বিদেশ যেতে চাই am tower crane operator in nuclear power plant in bangladesh i want to go abroad

  2. Md.soukat islam shamol

    Lite drive. I Love wark.

  3. Sujan miah

    Dear Sir. I have experience Machinecal maintenance technician and Machinecal maintenance Forman. Before I’m working Kuwait. National petroleum company K.n.p.c. employed company. Sir I want to jobs sir.

  4. Sujan miah

    Dear Sir. I’m sujan miah from Bangladesh sir.

  5. Sujan miah

    Dear Sir. I have experience Machinecal maintenance technician and Machinecal maintenance Forman. Before I’m working Kuwait. National petroleum company K.n.p.c. employed company. Sir I want to jobs sir. I’m from Bangladesh sir. Please sir.

  6. Md abdul hakim

    dear sir how are you today
    sir I live in now Kingdom SaudiArab
    I have 10 years experience as a type in Bangladesh
    and 1 years experience Kingdom Saudi Arab
    I have small driving licence
    so I want to work in your company
    can you help me please
    and I am waiting for you answer

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *