টেকনো মোবাইল এর দাম ২০২২ Tecno Mobile Price in BD 2022

টেকনো মোবাইল ও ছবি

টেকনো মোবাইল এর দাম ২০২২ Tecno Mobile Price in BD 2022 : বর্তমান বাজারে টেকনো কোম্পানির বিভিন্ন ধরণের মোবাইল পাওয়া যচ্ছে। যেগুলো দেখতে খুবই দুর্দান্ত এবং ভাল। টেকনো মোবাইলগুলো অন্যান্য মোবাইলের তুলনায় কিছুটা সাশ্রয়ী হওয়ার কারণে, খুবই স্বল্প সময়ের মধ্যে আমাদের বাজারে জায়গা করে নিয়েছে। সাধারণত, যাদের বাজেট কম থাকে এবং একটু বেশি সার্ভিস মোবাইল থেকে আশা করে। মূলত তাদের প্রথম পছন্দ হয়ে থাকে টেকনো মোবাইল। এছাড়াও, টেকনো মোবাইল গুণগত দিক দিয়েও অনেক ভাল সার্ভিস দিয়ে থাকে।

তাই, আজকে আমরা টেকনো মোবাইল নিয়ে আলোচনা করব। বর্তমানে টেকনো কোম্পানির সকল রেঞ্জের ফোন বাজারে পাওয়া যাচ্ছে। একবারে ৬০০০ টাকা থেকে শুরু করে ২০০০০ টাকা পর্যন্ত বাজেটের মোবাইল পাওয়া যাচ্ছে।

মোবাইল কেনার জন্য আপনার যে বাজেটেই হোক না কেন। আপনি টেকনো কোম্পানি থেকে আপনার বাজেট অনুযায়ী মোবাইল কিনতে পারবেন। যা অন্যান্য মোবাইল কোম্পানির সাধারণত থাকে না। নিচে টেকনো মোবাইলের দাম সহ বিস্তারিত উল্লেখ রয়েছে।

আসুন দেখে নেয়া যাক টেকনো কোম্পানির মোবাইলগুলো দাম, বৈশিষ্ট্য এবং সুবিধা। এবং এগুলো থেকে পছন্দ করে নিন আপনার কাংখিত বাজেটের মধ্যে মোবাইলটি।

৯০০০ টাকার মধ্যে টেকনো মোবাইল (Tecno Spark 6 Go) :

Tecno Spark 6 Go

আপনার বাজেট যদি ৯০০০ টাকা হয়ে থাকে তবে টেকনোর এই মোবাইলটি দেখতে পারেন। কেননা, এটির মূল্য হচ্ছে ৮৯৯০/- টাকা। এই মোবাইলটি বাজারে প্রবেশ করে অক্টোবর, ২০২০ সালে। মোবাইলটি ফোরজি সার্পোটেড। এটির সাইজ হচ্ছে ৬.৫৪ ইঞ্চি।

টেকনো এই মোবাইলটির মডেল হচ্ছে Tecno Spark 6 Go . মোবাইলটিতে থাকছে HD+ রেজুলেশন এবং আইপিএস এলসিডি ডিসপ্লে। এছাড়াও এটিতে পিছনের ক্যামেরাতে থাকছে Dual 13 Megapixel + AI Lens এবং সামনে থাকছে 8 Megapixel ক্যামেরা।

Tecno Spark 6 Go এই মোবাইলটিতে রয়েছে ৫০০০ mAh সাইজের বিশাল ব্যাটারি। ফলে একবার চার্জ সম্পন্ন করলে সারাদিন চলবে। পাশাপাশি, অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে Android 10 Go (HiOS 6.2). চিপসেট আছে Mediatek Helio A20 (12 nm). আর র‌্যাম পাচ্ছেন ২ জিবি এবং রম ৩২ জিবি।

১০০০০ টাকায় টেকনো মোবাইল ( Tecno Spark Go 2022 ) :

টেকনো মোবাইল দাম ও ছবি

আপনার কাছে যদি একবারে কাটায় কাটায় ১০,০০০ টাকা থেকে থাকে। এবং আপনি যদি ১০০০০ টাকা দিয়ে একটি ভাল মানের মোবইল ফোন কিনতে চান। তবে টেকনো র্স্পাক গো ২০২২ ফোনটি আপনার জন্য। ফোনটি রিলিজ হয় এই মাসে অর্থাৎ ৭ ডিসেম্বর, ২০২১ সালে। এই অল্প বাজেট রেঞ্জের মধ্যে এই ফোনটিতে থাকছে চমৎকার কিছু সার্ভিস।

ফোনটির দাম ৯৯৯০ টাকা এবং ফোনটিতে র‌্যাম রম হিসেবে থাকছে ২/৩২ জিবি। Tecno Spark Go 2022 অসাধারণ লুক। যার ফলে এই বাজেটের অন্যান্য মোবাইলের চেয়ে এই ফোনটিতে আপনার বেশি আকর্ষণ থাকবে। ফোনটি সাইজেও অনেক বড় এর উচ্চতা হচ্ছে ৬.৫২ ইঞ্চি । পাশাপাশি পাচ্ছেন এইচডি প্লাস রেজুলেশন  এবং আইপিএস এলসিডি টাস্ক্রিন।

Tecno Spark Go 2022 মোবাইলে ৫০০০ mAh ব্যাটারি দিয়ে থাকে। যার ফলে একবার চার্জ দিয়ে দীর্ঘ সময় ব্যবহার করতে পারবেন। ক্যামেরা দেয়া থাকবে পিছনে ১৩ মেগাপিক্সেল এবং সামনে ৮ মেগাপিক্সেল। এছাড়াও Android 11 (Go Edition) , Mediatek Helio A20 (12 nm) চিপসেট , Quad-core, 1.8 GHz প্রসেসর ইত্যাদিতো থাকছেই।

 

১২০০০ টাকায় মোবাইল (Tecno Spark 7) :

টেকনো মোবাইলের দাম

মোবাইল কেনার জন্য যদি আপনার কাছে ১২,০০০ কিংবা এর আশেপাশে আপনার বাজেট হয়ে থাকে। তবে এই টেকনো র্স্পাক ৭ মোবাইলটি আপনার জন্য। কেননা, ১২০০০ টাকার মধ্যে মোবাইলটিতে অনেক কিছু পেতে যাচ্ছেন। যা সাধারণত এই বাজেটের মোবাইলগুলোর মধ্যে দেয়া থাকে না। এছাড়াও মোবাইলটি রয়েছে আর্কষণীয় ডিজাইন।

Tecno Spark 7 এই মোবাইলটির মূল্য হচ্ছে ১১,৪৯০/- টাকা এবং ১২,৯৯০ টাকা। মোবাইলটি এই দুটি মূল্যে পাওয়া যাচ্ছে। মোবাইলটি ২০২১ সালের এপ্রিল মাসে বাজারে এসেছে। মোবাইলটির উচ্চতা হচ্ছে ৬.৫ ইঞ্চি। সাথে থাকছে IPS LCD Touchscreen এবং HD+ 720 x 1600 pixels (270 ppi) .

এই মোবাইলের ক্যামেরার কথা বলতে গেলে, প্রথমে বলা যাক পিছনের ক্যামেরা। এটিতে পিছনে রয়েছে Dual 16 Megapixel + AI এবং সামনে আছে 8 Megapixel বিশিষ্ট্য ক্যামেরা। এছাড়াও রয়েছে ৬০০০ mAH সাইজের বিশাল ব্যাটারি এবং ১০ওয়াট বিশিষ্ট্য একটি ফাস্ট চার্জিং।

অপারেটিং সিস্টেম হিসেবে দেয়া আছে Android 11 (HiOS 7.5) এবং Mediatek Helio G70 (12 nm) এর চিপসেট । পাশাপাশি, র‌্যাম এবং রম থাকছে 3 / 4 GB এবং 64 GB .

 

১৭০০০ টাকায় ভাল মোবাইল ২০২১ ( Tecno Camon 17 ) :

আপনার চাহিদা যদি এমন হয় যে, আপনি এমন একটি মোবাইল ফোন কিনতে চাচ্ছেন। যে মোবাইলে র‌্যাম ও রম থাকবে ৬ / ১২৮ জিবি। কিন্তু আপনার বাজেট হচ্ছে ১৬০০০ থেকে ১৭০০০ টাকা। তবে এই ফোনটি আপনার জন্য। কেননা, Tecno Camon 17 এই ফোনটিতে অফিসিয়াল মূল্য হচ্ছে মাত্র ১৭০০০ টাকা। কিন্তু এটিতে  অনেক কিছু ইনক্লোড রয়েছে। যেগুলো এই বাজেট রেঞ্জের ফোনে খুবই কমই পাওয়া যায়।

Tecno Camon 17 দেখতে খুবই আকষর্ণীয় এবং স্টাইলিশ। এই বাজারে আসে এ বছরের মে মাসের ৫ তারিখ। ফোনটিতে সামনের ক্যামেরা হচ্ছে Punch-hole স্টাইলে। এছাড়াও মোবাইলটির উচ্চতা হচ্ছে ৬.৬ ইঞ্চি। সাথে থাকছে এইচসি + রেজুলেশন এবং আইপিএস এলসিডি টাচস্ক্রিন। রিফ্রেস রেট হচ্ছে Multitouch, 90Hz refresh rate, 450 nits .

Tecno Camon 17 ব্যাটারি হচ্ছে Lithium-polymer 5000 mAh (non-removable) . পাশাপাশি এটিতে চার্জ দেয়ার জন্য এর সঙ্গে থাকছে ১৮ ওয়াট বিশিষ্ট একটি চার্জার । ফোনটির পেছনের ক্যামেরা হচ্ছে Triple 48+ 2 Megapixel + AI Lens এবং সামনের ক্যামেরা হচ্ছে 16 Megapixel. এছাড়াও, অপারেটিং সিস্টেম পাচ্ছেন Android 11 (HiOS) , Mediatek Helio G85 (12 nm) চিপসেট, Octa-core, 2 GHz প্রসেসর ইত্যাদি।

আপনি কি স্বল্প রেঞ্জের মোবাইলগুলো দেখতে চান তবে এটি আপনার জন্য । এটি আপনার জন্য: ৮০০০ টাকার মধ্য়ে ভালো মোবাইল ফোন ২০২১

এক্সপেনসিভ সব মোবাইল দেখতে এটি পড়ুন : ২০০০০ টাকায় ভালো ৫টি মোবাইল ফোন 

3 Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *