ওয়ালটন মোবাইল দাম ২০২২ Walton Mobile Price in BD 2022

ওয়ালটন মোবাইল Walton-Primo-R8 Walton Mobile Price in BD 2022

ওয়ালটন মোবাইল দাম ২০২২ Walton Mobile Price in BD 2022 : আপনি কি ওয়ালটনের মোবাইল খুজচ্ছেঁন? তাহলে এই প্রবন্ধটি আপনার জন্য…..

বর্তমান বাজারে অনেক ধরণের ফোন রয়েছে। যেগুলো মধ্যে হতে বাজেট অনুযায়ী যেকোন ধরণের ফোন কেনা সম্ভব। এখন কথা হচ্ছে অনেকের অনেক ধরণের মোবাইল ব্যান্ড পছন্দ। তাই, মোবাইল কেনার সময় সবাই চায় বাজেটের মধ্যে থেকে পছন্দের কোম্পানি হতে একটি মোবাইল কেনা। বাজারে প্রতিনিয়ত বিভিন্ন কোম্পানির ফোন বের হচ্ছে। তার মধ্যে একটি হচ্ছে ওয়ালটন।

ওয়ালটন কোম্পানি হচ্ছে আমাদের দেশের কোম্পানি। যেখানে প্রতিনিয়ত নিত্য নতুন আপডেট মডেলের অনেকগুলো ফোন বাজারে ছাড়ছে। এগুলো দেখতে যেমন সুন্দর তেমনি দামেও অনেকটা সাশ্রয়ী এবং গুণমানও অন্য কোম্পানির মোবাইলের দিক দিয়ে পিছিয়ে নয়। এজন্য ওয়ালটন কোম্পানির ফোন অনেকের পছন্দ হয়ে থাকে।

তাই আজকে আমরা ওয়ালটন কোম্পানি থেকে দুর্দান্ত কিছু মোবাইলের উপস্থাপন করব। যেগুলো দামে সাশ্রয়ী, গুনগত মান অনেক ভাল। তো চলুন কথা না বাড়িয়ে মূল বিষয়ে যাওয়া যাক।

৫০০০ টাকায় ওয়ালটন মোবাইল ( Walton Primo E12 )

Walton-Primo-E12

আপনার যদি বাজেট একদম  কম থাকে। কিন্তু আপনি চাচ্ছেন একটি মোবাইল কিনতে। তাহলে এই মোবাইলটি আপনার জন্য । এটি ওয়ালটন বাজারে নিয়ে এসেছে শুধু তাদের জন্য । যাদের বাজেট একদম কম অথচ তাদের একটি মোবাইল ফোন দরকার। এই মোবাইলটি দেখতে সুন্দর এবং দাম অনুযায়ী মোবাইলটির পার্ফমেন্স ও ঠিকঠাক।

এই মোবাইলটির মডেল হচ্ছে Walton Primo E12. মোবাইলটি বাজারে আসে ২০২১ সালের আগষ্ট মাসে। এটি ৪জি সার্পোটেড এবং অন্যান্য সকল সাধারণ সুবিধা দিয়ে এই মোবাইলটি তৈরী করা হয়েছে। Walton এর এই মডেলের মোবাইলটির সাইজ হচ্ছে ৫ ইঞ্চি এবং ওজন ১২৮ গ্রাম। সাইজে ছোট এবং ওজন অনেক কম হওয়ার অন্যান্য মোবাইলের তুলনার এটি ক্যারিং করতে অনেক সুবিধা হবে।

ওয়ালটন প্রিমো E12 মোবাইলটিতে দুটি ক্যামেরা রয়েছে পিছনেরটি ৫ মেগাপিক্সেল বিশিষ্ট এবং সামনের টি ২ মেগাপিক্সেল বিশিষ্ট। ব্যাটারি হিসেবে থাকছে ২০০০ এম.এ.এইচ পাওয়ারে ব্যাটারি এবং অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে Android 10 (Go Edition).

Walton Primo E12 এই মোবাইলটির র‌্যাম হচ্ছে ১ জিবি । এবং ইন্টারনাল মেমোরি দেয়া হয়েছে ৮ জিবি। সব মিলিয়ে স্বল্প বাজেটের মধ্যে মোবাইল ঠিকঠাক। মোবাইলটির দাম হচ্ছে ৪,৪৯০ /- টাকা।

৭০০০ টাকার মধ্যে ওয়ালটন মোবাইল ( Walton Primo GM4 )

Walton-Primo-GM4

প্রথমে আসা যাক যাদের বাজেট তুলনামূলক তাদের নিয়ে। অর্থাৎ আপনার মোবাইল কেনার বাজেট যদি ৭০০০ টাকার আশে পাশে হয়ে থাকে। তবে এই ফোনটি আপনার জন্য। এটি দেখতে খুবই সুন্দর এবং আপডেট মডেল। যা ২০২১ সালের ডিসেম্বর মাসে বাজারে আসে। মোবাইলটির অফিসিয়াল দাম হচ্ছে ৭৪৯৯ টাকা বা ৭৫০০ টাকা। যদিও কেনার সময় দামাদামি করে কিছুটা কমে কেনা যাবে।

Walton Primo GM4 এই মোবাইলটি দুটি কালারে পাওয়া যাচ্ছে। মোবাইলটির উচ্চতা হচ্ছে ৬.১ ইঞ্চি এবং মোবাইলটির ব্যাটারির পাওয়ার হচ্ছে ৫০০০ mah সম্পন্ন। যার ফলে দীর্ঘক্ষণ মোবাইলটি ব্যবহার করা যাবে। মোবাইলটিতে থাকছে র‌্যাম ২ জিবি এবং মেমোরি হিসেবে থাকছে ১৬ জিবি। যা বাজেট অনুযায়ী একদম পারফেক্ট।

Walton Primo GM4 মোবাইলটিতে অপারেটিং সিস্টেম হিসেবে দেয়া আছে Android 10 [Go Edition]. এছাড়াও প্রসেসর হিসেবে থাকছে Octa-core, 1.6 GHz (Cortex-A55). আর ক্যামেরা পেয়ে যাবেন সামনের জন্য ৫ মেগাপিক্সেল এবং পিছনে থাকবে ডুয়াল ৮ মেগাপিক্সেল ক্যামেরা।

৮০০০ টাকায় ওয়ালটন মোবাইল ( Walton Primo HM6 )

Walton-Primo-HM6

আপনার মোবাইল কেনার বাজেট যদি ৮০০০ টাকার মধ্যে হয়ে থাকে। তবে ওয়ালটনের এই ফোনটি মোবাইল কেনার সময় বিবেচনায় রাখতে পারেন। কেননা, এই মোবাইলটি এই বাজেটের মধ্যে খুবই দারুন একটি মোবাইল। এই মোবাইলটিতে রয়েছে অন্যান্য সকল মোবাইলের মত সকল সাধারণ সুবিধা।

Walton Primo HM6 এই ফোনটি ২০২১ সালের এপ্রিল মাসে আসে। মোবাইলটির সাইজ হচ্ছে ৬.৫২ ইঞ্চি এবং ওজন হচ্ছে ২১৩ গ্রাম। এই বিশাল সাইজের মোবাইলেল পাওয়ার ব্যাকআপের জন্য থাকছে ৬০০০ mah  সাইজের একটি ব্যাটারি। যার ফলে লম্বা সময় ধরে মোবাইলটি ব্যবহার করা যাবে। এছাড়াও মোবাইলটি চার্জ দেয়ার জন্য 10W Fast Charging একটি চার্জার।

ওয়ালটনের এই মোবাইলটিতে আরো রয়েছে: Operating System : Android 10 Go, RAM : 2 GB, Processor : Octa-core, 1.6 GHz (Cortex-A53), ইন্টারনাল মেমোরি : ৩২ জিবি, ১৩ মেগাপিক্সেল বিশিষ্ট পিছনের ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল বিশিষ্ট সামনের ক্যামেরা । এছাড়াও অন্যান্য সুযোগ সুবিধা তো রয়েছেই। সব মিলিয়ে ওয়ালটন এই মোবাইলটির অফিসিয়াল দাম  হচ্ছে ৭৬০০ টাকা।

১২০০০ টাকার মধ্যে ওয়ালটন মোবাইল ২০২২ ( Walton Primo R8 )

Walton-Primo-R8

যাদের বাজেট একটু বেশি অর্থাৎ ১১০০০-১২০০০ টাকার মধ্যে । তাদের জন্য ওয়ালটনের এই হবে দারুন। কেননা, Walton এর এই মোবাইলটিতে রয়েছে সব অত্যাধুনিক ফিচার। মোবাইলটি বাজারে আসে গত বছরের মে মাসে। মোবাইলটির উচ্চতা হচ্ছে ৬.৫ ইঞ্চি এবং ওজন হচ্ছে ১৯২ গ্রাম। এটির রেজুলেশন হচ্ছে HD+ 1600 x 720 pixels।

Walton Primo R8 মোবাইলটির দেখতেও অনেক সুন্দর। মোবাইলটিতে থাকছে শক্তিশালী একটি ব্যাটারি। যেটির মাধ্যমে র্দীঘ সময় ব্যবহার করতে । ব্যাটারি হচ্ছে Lithium-polymer 5000 mAh (non-removable) এবং এটির সঙ্গে রয়েছে 10W Fast Charging.

এই মোবাইলটির প্রসেসর হচ্ছে MediaTek Helio G35 (12 nm). যা খুবই ভাল সার্ভিস দেবে। পাশাপাশি, প্রসেসর হিসেবে থাকছে Octa-core, 2.3 GHz.

ওয়ালটনের এই মোবাইলটিতে পিছনে Dual 13+2 Megapixel বিশিষ্ট ক্যামেরা এবং সামনে রয়েছে 8 Megapixel ক্যামেরা। এছাড়াও র‌্যাম ৪ জিবি, রম ৬৪ জিবি তো আছেই। মোবাইলটির দাম হচ্ছে ১১,৪৯৯/- টাকা।

১৩০০০ টাকায় মোবাইল ( Walton Primo RX8 )

ওয়ালটন মোবাইল Walton-Primo-RX8-Mini

ওয়ালটনের এই মোবাইলটি সবচেয়ে স্টাইলিশ এবং নান্দনিক। মোবাইলটি বাজারে আসে গত বছরের জুন মাসে। এটি বর্তমানে একটি কালারে পাওয়া যাচ্ছে। সেটি হচ্ছে কালো। মোবাইলটির সাইজ হচ্ছে 6.3 inches এবং ওজন হচ্ছে 178 grams । এই মোবাইলটির আরেকটি সুবিধা এর রেজুলেশন। এই রেজুলেশন Full HD+ 2340 x 1080 pixels.

Walton Primo RX8 আরেকটি সুবিধা হচ্ছে ইহার ক্যামেরা। মোবাইলটিতে ব্যাক ক্যামেরাতে রয়েছে Triple 12+8+5 Megapixel এবং সামনে রয়েছে 13 Megapixel. তবে মোবাইলটির একটি অসুবিধা রয়েছে সেটি হচ্ছে ব্যাটারি। এই মোবাইলটির ব্যাটারি এই বাজেটের অন্যান্য মোবাইলে তুলনায় দুর্বল। Lithium-polymer 3600 mAh (non-removable). যা অন্যান্যতে কমপক্ষে এই দামে ৫০০০ থাকে। তবে মোবাইলটি  18W Fast Charging (10W charger included in the box)। মোবাইলটির অফিসিয়াল দাম হচ্ছে ১৩,০০০ টাকা।

আপনি কি আরো মোবাইল দেখতে চান: Tecno Mobile Price in BD 2022

1 Comment

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *