ডোমেইন হোস্টিং কিভাবে নিতে হয়? ভালো কিছু হোস্টিং কোম্পানি

ডোমেইন হোস্টিং

আপনি কি একটি ওয়েবসাইট তৈরী করার কথা ভাবছেন? একটি ওয়েবসাইট তৈরী করতে প্রথমে আপনার একটি ডোমেইন এবং এই ডোমেইন ব্যবহারের জন্য একটি হোস্টিং প্রয়োজন হবে। আজকের এই আলোচনায় আমরা ডোমেইন এবং হোস্টিং নিয়ে আলোচনা করব।

আপনি কি ডোমেইন এবং হোস্টিং এর জন্য চিন্তিত? কেননা, বর্তমানে অনেকেই প্রথমে না ভেবে চিন্তে যেকোন প্রকারের ডেমেইন হোস্টিং নিয়ে ওয়েবসাইট রান করে ফেলে। কিছুদিন পর দেখা যায় ওযেবসাইটটির বিভিন্ন ধরণে সমস্যা দেখা দেয়। যার ফলে ওয়েবসাইট লোড হতে সময় নেয়, অনেক সময় হোস্টিং সার্ভার ঠিক মত কাজ করে না। এরকম আরো অনেক কিছ…..

তাই এই সমস্যাগুলো যাতে আপনার হয়, এজন্য ডোমেইন হোস্টিং নেয়ার পূর্বে ভালো একটি কোম্পানির সন্ধান করতে হয়। যাতে করে কোনো সমস্যাবিহীন ওয়েবসাইট চালানো যায়। আর সেজন্য আমরা নিচে ভালো মানের সার্ভিস দেয় এমন দেশী এবং বিদেশী সার্ভিস প্রোভাইডার কোম্পানি সাথে পরিচয় করিয়ে দেব।

এখন আসা যাক মূল কথায়, আপনার কাছে যদি একটি মাস্টারকার্ড থাকে, তবে ডোমেইন হোস্টিং কিনা নিয়ে চিন্তা করতে হবে না। বর্তমানে মাস্টারকার্ড দিয়ে বিশ্বের ভালো ভালো কোম্পানি হতে এই সার্ভিস গ্রহণ করা যায়।

ডোমেইন হোস্টিং কেনার ভাল কয়েকটি ওয়েবসাইটের নাম:

এদের মধ্যে godaddy.com , bluehost.com , siteground.com , hostgator.com ইত্যাদি। এছাড়াও আরেকটির কথা না বল্লেই নয় সেটি হচ্ছে namecheap.com এই কোম্পানিটি হতে সবচেয়ে সাশ্রয়ী মূল্যে ভাল মানের ডোমেইন এবং হোস্টিং নেয়া যায়।

কিন্তু আপনার কাছে যদি মাস্টারকার্ড না থেকে থাকে তবে অবশ্যই আমাদের দেশে ভালো কোন সার্ভিস দেয় এমন কোম্পানি হতে ডোমেইন হোস্টিং ক্রয় করতে হবে। তবে আপনার কাছে মাস্টারকার্ড না থাকলেও আপনার আশেপাশে বন্ধু কিংবা অন্য কোন পরিচিত মাধ্যম থেকে মাস্টারকার্ড সংগ্রহ করে ইন্টারন্যাশনাল এই কোম্পানিগুলো হতে সার্ভিসটি গ্রহণ করুন। তাহলে ওয়েবসাইটটি সাচ্ছন্দে চালাতে পারবেন।

এখন আসা যাক, কিভাবে ডোমেইন এবং হোস্টিং ক্রয় করবেন…..

আপনার কাছে যদি একটি মাস্টারকার্ড থেকে থাকে এবং আপনি যদি সাশ্রয়ী মূল্যে ডোমেইন এবং হোস্টিং নিতে চান। তবে অবশ্যই আপনাকে নেমইচিপ হতে সংগ্রহ করতে হবে। কেননা, একমাত্র নেইমচিপই বিশ্বের মধ্যে সাশ্রয়ী মূল্যে ভালো সার্ভিস প্রদান করে থাকে। তো আসুন জেনে নেয়া যাক কিভাবে ক্রয় করবেন।

যেভাবে namecheap.com হতে ডোমেইন হোস্টিং সার্ভিস নিতে হয়:

প্রথমে আপনি namecheap.com এই ওয়েবসাইটিতে প্রবেশ করবেন। তারপর আপনার যদি সাইনআপ না থাকে তবে সাইনআপ করে নিবেন তারপর সার্চ  বক্সে আপনার কাঙ্খিত ডোমেইন লিখে সার্চ করবেন। যদি পেয়ে যান তাহলে এড টু কার্ট ক্লিক করে সংগ্রহ করে নিবেন। তারপর মেনুবার হতে হোস্টিং সিল্কেট করে পছন্দনুযায়ী হোস্টিং প্যাক সংগ্রহ করে নিবেন। অতপর মাস্টারকার্ড দ্বারা পেমেন্ট সম্পন্ন করে ডোমেইন এবং হোস্টিং প্যানেল সংগ্রহ করে নিবেন

প্রতিদিন নিত্য নতুন টেক বার্তা পেতে এবং ওয়েবসাইট সম্পর্কিত বিভিন্ন তথ্য জানতে এই ওয়েসাইটের সঙ্গে থাকুন। এছাড়াও বাংলাদেশে সকল সরকারী চাকরির খোজ খবর রাখতে এটি প্রতিদিন ভিজিট করতে ভুলবেন না।

1 Comment

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *