Realme GT NEO2 Bangla Review: বর্তমান বাজারে রিয়েলমি একের পর এক দারুন সব ফিচার নিয়ে মোবাইল আনছে। এরেই ধারাবাহিকতায় রিয়েলমি আরেকটি আকষর্ণীয় মোবাইল ফোন বাজারে প্রবেশ করল। সেটি হচ্ছে Realme GT Neo2. মোবাইলটি দেখতে খুবই দুর্দান্ত এবং আকর্ষণীয়। সাথে থাকছে দারুন দারুন সব ফিচার। যার বর্তমান বাজারমূল্য ৩৯,৯৯০/- বা ৪০,০০০ টাকা। তবে আসুন জেনে নেয়া যাক মোবাইলটিতে কি কি থাকছে…..
মোবাইলটি বাজারে আসে সেপ্টেম্বর মাসের শেষের দিকে। এটি মোট ৩টি কালার নিয়ে বাজারে প্রবেশ করে। এগুলো হচ্ছে নিও ব্যাল্ক, নিও ব্লু, নিও গ্রিণ। তাছাড়াও মোবাইল ইন্টারনেট কানেক্টিভিটি হচ্ছে ৫জি সম্পন্ন। যার ফলে মোবাইলটিতে খুব দ্রুত গতি সম্পন্ন ইন্টারনেট ব্যবহার করা যাবে। সাথে রয়েছে অন্যান্য সাধারণ সকল বৈশিষ্ট্য।
এবার আসা যাক মোবাইলটির অন্যান্য প্রসঙ্গে,
মোবাইলটির ডিসপ্লে স্টাইল হচ্ছে ফান্চ হোল। মেটারিয়েল হিসেবে ব্যবহৃত হয়েছে গোরিলা গ্লাস ৫ ফন্ট এবং প্লাষ্টিক বডি। মোবাইলটির ওজন হচ্ছে ২০০ গ্রাম এবং ডিসপ্লে সাইজ হচ্ছে ৬.৬২ ইঞ্চ। এছাড়াও ইহার রেজুলেশন হচ্ছে Full HD+ 1080 x 2400 pixels (398 ppi) এবং প্রটেকশন হিসেবে থাকছে Corning Gorilla Glass 5.
এবার আসা যাক Realme GT Neo2 মোবাইলটির ক্যামেরা প্রসঙ্গে:
মোবাইলটির পেছনে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ। যার রেজুলেশন হচ্ছে 64+8+2 Megapixel. এবং ফিচার হিসাবে থাকছে PDAF, LED flash, f/1.8, 1/1.73″, 0.8µm, ultrawide, macro & more. এই মোবাইলটিতে 4K Ultra HD (2160p), gyro-EIS সিস্টেমে রয়েছে ভিডিও রের্কডিং এর সুবিধা।
এছাড়াও মোবাইলটির সামনে থাকছে 16 Megapixel বিশিষ্ট Full HD (1080p), gyro-EIS ফন্ট ক্যামেরা।
এখন আসা যাক ব্যাটারি প্রসঙ্গ:
Realme GT Neo2 মোবাইলটির ব্যাটারির খুবই শক্তিশালী। ব্যাটারির টাইপ এবং ক্যাপাসিটি হচ্ছে Lithium-polymer 5000 mAh (non-removable). যার সাথে থাকছে খুব দ্রুত চাজিং সম্পন্ন চার্জার. ইহার মাধ্যমে চার্জ হতে সময় লাগবে মাত্র ৩৬ মিনিট। যার পাওয়ার হচ্ছে ৬৪ওয়াট।
মোবাইলটির পারফরমেন্স:
এটিতে অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে Android 11 (Realme UI 2.0). যার সঙ্গে চিপসেট হিসেবে রয়েছে Qualcomm Snapdragon 870 5G (7 nm). এছাড়াও র্যাম থাকছে ৮ জিবি এবং স্টোরেজ ১২৮ জিবি। Realme GT Neo2 মোবাইলটির প্রসেসর হচ্ছে Octa core, up to 3.2 GHz এবং GPU হচ্ছে Adreno 650.
প্রতিদিন নিত্য নতুন মোবাইল ফোন সম্পর্কে দারুন দারুন সব তথ্য পেতে এই ওয়েবসাইটের সঙ্গে থাকুন।